মিরপুরে চলছে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বেসরকারি টেস্ট। আছে আইপিএল ও পিএসএলের ম্যাচও।

২য় বেসরকারি টেস্ট

বাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’
সকাল ১০টা, টি স্পোর্টস

চার দিনের ম্যাচ

বাংলাদেশ ইমার্জিং-দ. আফ্রিকা ইমার্জিং
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

মোহামেডান-ব্রাদার্স
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব

ওয়ান্ডারার্স-ফকিরেরপুল
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব

ট্রেন্ট ব্রিজ টেস্ট-২য় দিন

ইংল্যান্ড-জিম্বাবুয়ে
বিকেল ৪টা, সনি স্পোর্টস ৫

আইপিএল

বেঙ্গালুরু-হায়দরাবাদ
রাত ৮টা, টি স্পোর্টস

পিএসএল: কোয়ালিফায়ার-২

ইসলামাবাদ-লাহোর
রাত ৯টা, নাগরিক টিভি

নারী টি-টোয়েন্টি

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
রাত ১১-৩৫ মি.

, সনি স্পোর্টস ১

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প র টস

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে একের পর এক চমক, আছেন রেকর্ডগড়া এক ছক্কামেশিন

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যে দলে রাখা হয়েছে এক মাসের মধ্যে ৪ সেঞ্চুরি করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহানকে। বাংলাদেশের সিরিজের দলেও সুযোগ পাননি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদিও। যা বড় চমকই বটে।

পাকিস্তান সর্বশেষ সিরিজ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে।  শাহিন আফ্রিদি ছাড়াও ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওমর ইউসুফ, আব্দুল সামাদ, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মাদ আলি, সুফিয়ান মুকিম ও উসমান খান। এদের মধ্যে পেসার আব্বাস আফ্রিদি পিএসএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক(১৭টি)।

সাহিবজাদা পাকিস্তান ক্রিকেটে নতুন কেউ নন। পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটসম্যান। অভিষেক সেই ২০১৮ সালে। তবে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের ক্যারিয়ার পুনর্জীবিত হয়েছে পিএসএলের আগে গত ১৪ মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে। সেই টুর্নামেন্টে তাঁর ছক্কা ছিল ৭ ম্যাচে ৪০টি। জানিয়ে রাখতেই হচ্ছে, ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল ১৩টি।

পাকিস্তানের হয়ে ছয় বছরে ৯ ম্যাচ খেলে ৮৬ রান করা এই ব্যাটসম্যান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে করেছেন ৬০৫ রান। ৭ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৩টি, ফিফটি ২টি। সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৭২ বলে অপরাজিত ১৬২।  তাঁর ১৬২ রানের অপরাজিত ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

টুর্নামেন্টে স্ট্রাইকরেট ছিল ১৮৯.৬৫, আর গড়টা তো অবিশ্বাস্য—১২১। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিন সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার ছিলেন সাহিবজাদা। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান কত ছিল জানেন, ২৮২। মানে সাহিবজাদার চেয়ে ৩২৩ রান কম। এমন অবিশ্বাস্য টুর্নামেন্ট খেলেই আলোচনায় এসেছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। এরপর গত ১৪ এপ্রিল পিএসএলে আসরের দ্বিতীয় ম্যাচেই করেন সেঞ্চুরি। তাতে এক মাসের মধ্যে ৯ ইনিংস খেলে ৪ সেঞ্চুরি হয়ে যায় তার। স্পর্শ করেন এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও।

পিএসএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তারই। ১৫৪  স্ট্রাইক রেটে করেছেন ৩৯৪ রান। সর্বশেষ ম্যাচেও ৪১ বলে ৭৩ রানের ইনিংস খেলে ইসলামাবাদ ইউনাইটেডের প্লে-অফে খেলা নিশ্চিত করেছেন তিনি। বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তান ক্রিকেটে কোচ মাইক হেসন যুগের শুরু হতে যাচ্ছে। এই সিরিজের সূচি এখনো প্রকাশ হয়নি। তবে সিরিজের সবগুলো ম্যাচ হবে লাহোরে।

পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মাদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য, বদলি মিরাজ 
  • পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য, ফিরলেন মিরাজ
  • সাকিব-মিরাজের সঙ্গে পিএসএলে খেলতে পাকিস্তানে রিশাদ
  • রিশাদকে উড়িয়ে নিলো লাহোর
  • আজ টিভিতে যা দেখবেন (২২ মে ২০২৫)
  • পাকিস্তান সফরে যাবেন না নাহিদ রানা ও দুই কোচ
  • পাকিস্তান যাচ্ছেন না নাহিদ রানা, কারণ কী পুরোনো ভয়
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচিতে আবার পরিবর্তন 
  • বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে একের পর এক চমক, আছেন রেকর্ডগড়া এক ছক্কামেশিন