আদর্শ সমাজ গঠনে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই : মুহা. শফিকুল ইসলাম
Published: 23rd, May 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দায়িত্বশীলদের মানন্নোয়নের লক্ষে শুক্রবার (২৩ মে) সকাল ৯টায় দেওয়ানবাড়ী মসজিদে দাযয়িত্বশীল তারবিয়াত ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সমাজ ও রাষ্ট্রকে ইসলামী বিধান অনুযায়ী প্রতিষ্ঠা করার মাধ্যমে মানবতার কাঙ্খিত মুক্তি আসবে। এই দেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে।
দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে দলই ক্ষমতা এসেছে প্রত্যেকে দুর্নীতি, দখলদারি ও অনৈতিক কার্যক্রমে দেশকে কুলষিত করেছে। এদেশের মানুষ এখন আর দুর্নীতিবাজ আর জালিমের শাসন চায় না। এদেশের জনগণ চায় ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে।
তিনি আরও বলেন, আগামী সুন্দর বাংলাদেশ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকল কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অন্যথায় এদেশের মানুষ আবারও জালিমের অত্যাচারে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে।
সভাপতি আলহাজ শাহাদাত হোসেন রানা বক্তব্যে বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকল দায়িত্বশীলকে দীপ্ত শপথ নিতে হবে। সেজন্য প্রয়োজন একদল যোগ্য ও দক্ষ কর্মীবাহিনী। ইসলামী আন্দোলনের প্রত্যেক দায়িত্বশীলকে সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
উক্ত তারবিয়াতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি- মুফতী ইমদাদুল হক, সহ-সভাপতি আলহাজ্ব মুক্তার হোসেন, সেক্রেটারি- এম.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম আলহ জ
এছাড়াও পড়ুন:
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’
সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।
ঢাকা/রতন/রাজীব