বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় হোয়াইট হাউস এবং আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ আরো তীব্র হয়ে উঠেছে।

শুক্রবার বোস্টনে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিএইচএস) কর্মকর্তারা হার্ভার্ডের শিক্ষার্থী ভিসা প্রোগ্রামে প্রবেশাধিকার বাতিল করার কথা বলার একদিন পর এটি করা হল।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, হার্ভার্ড ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে এবং তার নিয়োগ ও ভর্তির পদ্ধতি পরিবর্তন করতে যথেষ্ট কিছু করেনি। তবে এই অভিযোগ বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

হার্ভার্ডে প্রায় ৬ হাজার ৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে।

হার্ভার্ড মামলায় যুক্তি দিয়ে বলেছে, “কলমের আঘাতে সরকার হার্ভার্ডের ছাত্র সংগঠনের এক চতুর্থাংশ আন্তর্জাতিক ছাত্র যারা বিশ্ববিদ্যালয় এবং এর মিশনে উল্লেখযোগ্য অবদান রাখছে তাদের মুছে ফেলার চেষ্টা করেছে।”

বৃহস্পতিবার হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন বাতিল করার জন্য ডিএইচএসের পদক্ষেপ স্থগিত করার জন্য বিশ্ববিদ্যালয় আদালতের কাছে আবেদন করছে।

হার্ভার্ডের সভাপতি অ্যালান গার্বার একটি চিঠিতে বলেছেন, “আমরা এই বেআইনি ও অযৌক্তিক পদক্ষেপের নিন্দা জানাই।”

তিনি লিখেছেন, “আমাদের একাডেমিক স্বাধীনতা ত্যাগ করতে এবং আমাদের পাঠ্যক্রম, আমাদের অনুষদ ও আমাদের ছাত্র সংগঠনের উপর ফেডারেল সরকারের অবৈধ নিয়ন্ত্রণের দাবির কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোর জন্য হার্ভার্ডের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য একাধিক সরকারি পদক্ষেপ অব্যাহত রয়েছে।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদক ষ প আম দ র র জন য

এছাড়াও পড়ুন:

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।

আরো পড়ুন:

ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ