ইউক্রেনের সঙ্গে বন্দিবিনিময়ের মধ্যেই রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলায় চালানো হয়। তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এটি ছিল কিয়েভে অন্যতম বড় হামলা। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের আরও তিনটি এলাকা দখলের দাবি করেছে।

কিয়েভের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতে একের পর এক ড্রোন শহরটির ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। শোনা যায় বিস্ফোরণের শব্দ। এ সময় সক্রিয় হয়ে ওঠে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। হামলার পর বহুতল একটি ভবনের ওপরের তলায় আগুন জ্বলতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন ইউক্রেনের ফায়ার সার্ভিসের সদস্যরা।

আজ শনিবার ইউক্রেনের সরকারি কর্মকর্তার জানান, কিয়েভের ছয়টি এলাকায় হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন শিশু। শুক্রবারের রাত ‘কঠিন’ ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার ওপর আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাতে কিয়েভ লক্ষ্য করে রাশিয়া ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫০টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। এর আগের কয়েক দিনে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায় ৪০০টি ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। এরপর শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন, ওই সব হামলার জবাব দেওয়া হবে।

২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। বর্তমানে ইউক্রেনের পাঁচ ভাগের প্রায় এক ভাগ অঞ্চল রাশিয়ার দখলে রয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে আজ ইউক্রেনের পূর্বাঞ্চলে স্তুপোচকি, ওতরাদনে ও লোকনিয়া নামের আরও তিনটি এলাকা দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে মস্কোর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

আজ দ্বিতীয় দিনের মতো বন্দিবিনিময় করেছে মস্কো ও কিয়েভ। এদিন দুই দেশ ৩০৭ জন করে বন্দীকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগের দিন শুক্রবার ৫০ জন করে বন্দিবিনিময় করেছিল দুই দেশ। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল শহরে বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। সেখানে এক হাজার করে বন্দিবিনিময়ের বিষয়ে একমত হন তাঁরা।

এই বন্দিবিনিময় শেষ হলে ইউক্রেনের কাছে একটি খসড়া শান্তিচুক্তি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ওই খসড়া চুক্তিতে দীর্ঘ মেয়াদে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার শর্তগুলো তুলে ধরা হবে। শান্তি আলোচনার জন্য মস্কো সব সময় প্রস্তুত আছে বলেও জানান তিনি।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে জেলেনস্কির সঙ্গে একাধিকবার কথা হয়েছে তাঁর। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনালাপ করেন তিনি। ফোনালাপ শেষে পুতিন জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধের জন্য আলোচনায় বসতে প্রস্তুত মস্কো।

আরও পড়ুনরাশিয়া কেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি নয়১৯ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ক রব র র ইউক র ন র

এছাড়াও পড়ুন:

রণবীরের জোড়াতালির ভাইরাল শার্টের দাম কত?

রণবীর কাপুরের পরনে নীল রঙের জিন্স। গায়ে শার্ট, মাথায় ক্যাপ। তার গায়ের শার্ট একদম আলাদা। কারণ তাতে কয়েকটি জোড়াতালি রয়েছে। কিছু অংশ এমনভাবে ছেঁড়া, প্রথম দেখায় মনে হবে— জামাটি ইঁদুরে কেটেছে। এমন পোশাকে একটি বাড়ি থেকে বের হতে দেখা যায় রণবীরকে। হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার সামনে পোজও দেন এই তারকা। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপে এমন লুকে ধরা দিয়েছেন ‘অ্যানিমেল’ তারকা রণবীর। মূলত, ভিডিওটি এক মাস আগের। সম্প্রতি পুরোনো সেই ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। চর্চায় মেতেছেন নেটিজেনরা। 

রণবীর কাপুরে শার্টটি নিয়ে রসিকতা করছেন নেটিজেনরা। দেবজ্যোতি লেখেন, “গরীব, মহা গরীব।” রিয়া লেখেন, “ওনারা এমন পোশাক পরলে, সেটা ফ্যাশন। আর আমরা পরতে গেলে লজ্জা পাই।” আশুতোষ লেখেন, “অভিনেতা ধনী-গরীব।” প্রকৃতি লেখেন, “এটি ভিখারি শার্ট, স্টাইলিস্ট না।” এমন অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার কড়া ভাষায় রণবীরের ফ্যাশন সেন্স নিয়েও সমালোচনা করেছেন।

আরো পড়ুন:

কত কোটি টাকার মালিক রণবীর কাপুর?

রামায়ণ: রাম-সীতা হতে কত কোটি টাকা নিলেন রণবীর-সাই পল্লবী?

রণবীরের জোড়াতালির শার্ট নিয়ে হাসি-তামাশা চললেও দাম জানলে অনেকে ভড়কে যেতে পারেন। খোঁজ নিয়ে জানা যায়, শার্টটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড কিথ। দেশটির লস অ্যাঞ্জেলেসে তৈরি হয়েছে এটি। 

এ ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েব সাইটে বলা হয়েছে, শার্টটি তৈরিতে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। স্প্লিট সাইড সেলাই, ক্যাঙ্গারু পকেট, ভিনটেজ বোতাম ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় শার্টটির দাম ১ লাখ ২৪ হাজার ৩০০ টাকা।

রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি নির্মিত এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী; সীতা রূপে দেখা যাবে তাকে। রণবীর এ সিনেমার এক পার্টের জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পার্ট মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ