কিয়েভে ব্যাপক হামলা, বন্দিবিনিময়ের পর শান্তিচুক্তির খসড়া পাঠাবে মস্কো
Published: 24th, May 2025 GMT
ইউক্রেনের সঙ্গে বন্দিবিনিময়ের মধ্যেই রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলায় চালানো হয়। তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এটি ছিল কিয়েভে অন্যতম বড় হামলা। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের আরও তিনটি এলাকা দখলের দাবি করেছে।
কিয়েভের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতে একের পর এক ড্রোন শহরটির ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। শোনা যায় বিস্ফোরণের শব্দ। এ সময় সক্রিয় হয়ে ওঠে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। হামলার পর বহুতল একটি ভবনের ওপরের তলায় আগুন জ্বলতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন ইউক্রেনের ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ শনিবার ইউক্রেনের সরকারি কর্মকর্তার জানান, কিয়েভের ছয়টি এলাকায় হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন শিশু। শুক্রবারের রাত ‘কঠিন’ ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার ওপর আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার রাতে কিয়েভ লক্ষ্য করে রাশিয়া ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫০টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। এর আগের কয়েক দিনে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায় ৪০০টি ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। এরপর শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন, ওই সব হামলার জবাব দেওয়া হবে।
২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। বর্তমানে ইউক্রেনের পাঁচ ভাগের প্রায় এক ভাগ অঞ্চল রাশিয়ার দখলে রয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে আজ ইউক্রেনের পূর্বাঞ্চলে স্তুপোচকি, ওতরাদনে ও লোকনিয়া নামের আরও তিনটি এলাকা দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে মস্কোর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
আজ দ্বিতীয় দিনের মতো বন্দিবিনিময় করেছে মস্কো ও কিয়েভ। এদিন দুই দেশ ৩০৭ জন করে বন্দীকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগের দিন শুক্রবার ৫০ জন করে বন্দিবিনিময় করেছিল দুই দেশ। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল শহরে বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। সেখানে এক হাজার করে বন্দিবিনিময়ের বিষয়ে একমত হন তাঁরা।
এই বন্দিবিনিময় শেষ হলে ইউক্রেনের কাছে একটি খসড়া শান্তিচুক্তি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ওই খসড়া চুক্তিতে দীর্ঘ মেয়াদে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার শর্তগুলো তুলে ধরা হবে। শান্তি আলোচনার জন্য মস্কো সব সময় প্রস্তুত আছে বলেও জানান তিনি।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে জেলেনস্কির সঙ্গে একাধিকবার কথা হয়েছে তাঁর। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনালাপ করেন তিনি। ফোনালাপ শেষে পুতিন জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধের জন্য আলোচনায় বসতে প্রস্তুত মস্কো।
আরও পড়ুনরাশিয়া কেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি নয়১৯ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ক রব র র ইউক র ন র
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী