ফতুল্লায় চাচার সম্পতি আত্মসাতের অভিযোগ আক্তার-সুমনের বিরুদ্ধে
Published: 24th, May 2025 GMT
আপন চাচাতো ভাইয়ের সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে ফতুল্লার আলোচিত-সমালোচিত আক্তার-সুমনের বিরুদ্ধে। সম্পদ ফিরে পেতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে এমন অভিযোগ করেছেন আলাউদ্দিন হাজীর ছোট ভাই আউয়াল হাজির ছেলে আলামিনের পরিবার। শনিবার (২৪ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে তারা এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আলামিন জানায়, আমার তিন চাচাতো ভাই। দাদার সম্পদ সমান ভাগ পাওয়ার কথা থাকলেও আমাকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। আমার বাবার এতো সম্পদ থাকার পরও আমি মানবেতন জীবন যাপন করছি।
সংবাদ সম্মেলনে আলামিনের মেয়ে নুসরাত জাহান তিন্নি অভিযোগ করেন, আমার দাদার সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আক্তার, সুমনরা নিজেকে শামীম ওসমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে আমাদের ভয়-ভীতি দেখিয়ে দমিয়ে রাখতেন। তাঁদের কাছে আমরা জিম্মী হয়েছিলাম। তারা এতো সম্পদের মালিক, দেশে-বিদেশে অনেক সম্পদ, দামি গাড়ি হাকিয়ে চলেন অথচ আমরা ঠিক মতো খাবার পাচ্ছি না। তাঁরা আমাদের সম্পদ দখলে নিয়ে ভোগ করছে।
তিন্নির অভিযোগ, আমার বাবা আলামিনকে শারীরিক ও মানষিক র্টচার করে মানষিক রোগী বানিয়ে ফেলছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা সম্পত্তির ন্যায্য ভাগ চাচ্ছি।
উল্লেখ্য, ফতুল্লার আলোচিত গডফাদার আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার, সুমন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে।আ
ওয়ামীলীগের গডফাদার শামীম ওসমানের সঙ্গে সখ্যতা রেখে এলাকায় জমি দখল, সন্ত্রাসী বাহিনী লালনসহ নানা অপরাধে জড়িত রয়েছে। সম্প্রতি আক্তার, সুমনের নিদের্শে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইকে বাড়ী থেকে ডেকে এনে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় যে ক’জন আসামী গ্রেফতার হয়েছে, তাঁদের প্রত্যেকে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবান বন্দি দিয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
খাবার চুরি ঠেকাতে অফিসে নিয়ে এলেন তালাবদ্ধ ফ্রিজ
যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি অফিসে আসার সময় বাড়ি থেকে টিফিন বক্স ভর্তি করে দুপুরের খাবার নিয়ে আসেন। কিন্তু খেতে গিয়ে দেখেন সেই খাবার উধাও! চুপিচুপি কেউ টিফিন বক্স খুলে খাবার খেয়ে গেছে। একবার-দুবার নয়, বারবার খাবার চুরি হতে থাকে।
বারবার একই কাণ্ডে রীতিমতো হতাশ ও ক্ষুব্ধ ওই ব্যক্তি প্রথমে সহকর্মীদের তাঁর খাবার চুরি না করতে অনুরোধ করেন। কিন্তু তাঁর অনুরোধে কাজের কাজ কিছুই হয়নি। শেষে খাবার চুরি ঠেকাতে অভিনব এক কাণ্ড করে বসেন তিনি।
ছোট্ট আকারের একটি ফ্রিজ নিয়ে অফিসে হাজির হন ওই ব্যক্তি। সেটি রাখেন নিজের ডেস্কের তলায়, তাতেও যেন মনে শান্তি নেই। সেটি তালাবদ্ধ করে রাখার ব্যবস্থা করেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম রেডিট–এ সম্প্রতি এমন একটি ঘটনার ছবি ভাইরাল হয়েছে। রেডিটে ভাইরাল হওয়া পোস্টে ওই কর্মী লেখেন, তাঁদের অফিসে একটি রান্নাঘর আছে এবং সেখানে সবার ব্যবহারের জন্য একটি ফ্রিজ রাখা আছে।
ওই ব্যক্তি লিখেছেন, ‘গত এক মাসে পাঁচবার আমার লাঞ্চ (দুপুরের খাবার) চুরি হয়েছে। কেবল সাধারণ নাশতা নয়, বাড়ি থেকে আমি যে খাবার বানিয়ে আনতাম, তার পুরোটা গায়েব হয়ে যাচ্ছিল। এটা শুধু চরম হতাশারই নয়, এটা ব্যয়বহুলও বটে। এ জন্য আমার পুরো দিন খারাপ যেত।’
এ সমস্যার সমাধানে ওই ব্যক্তি প্রথমে অফিসের গ্রুপ চ্যাটে খাবার চোরকে তাঁর খাবার চুরি না করতে অনুরোধ করেছিলেন। কিন্তু কেউ সাড়া দেয়নি, চুরি চলতে থাকে। শেষে সমস্যার সমাধান নিজেই খুঁজে নেন তিনি। ওই ব্যক্তি তাঁর পোস্টে আরও লেখেন, ‘এরপর আর কিছু চুরি হয়নি। আমি বলতে চাইছি, প্রতিনিয়ত খাবার চুরি হওয়ায় আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম।’
তবে ওই ব্যক্তির সহকর্মীরা বিষয়টি ভালোভাবে নেননি বলেও জানান তিনি। তিনি লেখেন, এক সহকর্মী এ নিয়ে তাঁর সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু করে দেন এবং বলেন, তাঁর এ সিদ্ধান্ত ‘উদ্ভট এবং স্বার্থপরের’ মতো হয়েছে।