আপন চাচাতো ভাইয়ের সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে ফতুল্লার আলোচিত-সমালোচিত আক্তার-সুমনের বিরুদ্ধে। সম্পদ ফিরে পেতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে এমন অভিযোগ করেছেন আলাউদ্দিন হাজীর ছোট ভাই আউয়াল হাজির ছেলে আলামিনের পরিবার। শনিবার (২৪ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে তারা এই সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে আলামিন জানায়, আমার তিন চাচাতো ভাই। দাদার সম্পদ সমান ভাগ পাওয়ার কথা থাকলেও আমাকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। আমার বাবার এতো সম্পদ থাকার পরও আমি মানবেতন জীবন যাপন করছি। 

সংবাদ সম্মেলনে আলামিনের মেয়ে নুসরাত জাহান তিন্নি অভিযোগ করেন, আমার দাদার সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আক্তার, সুমনরা নিজেকে শামীম ওসমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে আমাদের ভয়-ভীতি দেখিয়ে দমিয়ে রাখতেন। তাঁদের কাছে আমরা জিম্মী হয়েছিলাম। তারা এতো সম্পদের মালিক, দেশে-বিদেশে অনেক সম্পদ,  দামি গাড়ি হাকিয়ে চলেন অথচ আমরা ঠিক মতো খাবার পাচ্ছি না। তাঁরা আমাদের সম্পদ দখলে নিয়ে ভোগ করছে। 

তিন্নির অভিযোগ, আমার বাবা আলামিনকে শারীরিক ও মানষিক র্টচার করে মানষিক রোগী বানিয়ে ফেলছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা সম্পত্তির ন্যায্য ভাগ চাচ্ছি।

উল্লেখ্য, ফতুল্লার আলোচিত গডফাদার আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার, সুমন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে।আ

ওয়ামীলীগের গডফাদার শামীম ওসমানের সঙ্গে সখ্যতা রেখে এলাকায় জমি দখল, সন্ত্রাসী বাহিনী লালনসহ নানা অপরাধে জড়িত রয়েছে। সম্প্রতি  আক্তার, সুমনের নিদের্শে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইকে বাড়ী থেকে ডেকে এনে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় যে ক’জন আসামী গ্রেফতার হয়েছে, তাঁদের প্রত্যেকে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবান বন্দি দিয়েছে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।

অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।

আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগে

এ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।

সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।

এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।

আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ