দ্রুত নির্বাচনই রাজনৈতিক সংকট সমাধানের পথ: ওয়ার্কার্স পার্টি
Published: 24th, May 2025 GMT
আবারও শাসনতান্ত্রিক সংকট সৃষ্টি নয়, দ্রুত নির্বাচনকেই বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানের সুষ্ঠু পথ বলে মনে করছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, জনগণ অন্তর্বর্তী সরকারের কাছে সুনির্দিষ্টভাবে একটি সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন ও রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আশা করছে। জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে ‘বাত রোগ ভালো করার বদলে কুষ্ঠ রোগে আক্রান্ত হবার’ আশঙ্কাই বাড়িয়ে তুলবে।
শনিবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, ড.
বিবৃতিতে আরও বলা হয়, ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের বিষয়গুলোও সরকার জনগণের সামনে পরিষ্কার করতে পারেনি। অনির্দিষ্ট সংস্কারের নামে কেবল সময়ক্ষেপণ করে সরকারের গণতন্ত্রের পথযাত্রা থামিয়ে রাখাও জনগণ মেনে নিচ্ছে না।
উৎস: Samakal
কীওয়ার্ড: সরক র র
এছাড়াও পড়ুন:
অন্তর্বর্তী সরকার ড. ইউনূসের নেতৃত্বে সফল হবে: জাহিদ হোসেন
অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনূসের নেতৃত্বে সফল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষ তাদের (অন্তর্বর্তী সরকার) পেছনে আছে। কিন্তু, ওনাকে (প্রধান উপদেষ্টা) যারা বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করে, এখনো সময় আছে লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না।
উপদেষ্টাদের উদ্দেশ্য করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনারা যা ইচ্ছে তা করছেন। মনে হচ্ছে, এটা আপনাদের পৈতৃক সম্পত্তি। বাংলাদেশের ভেতর দিয়ে কে যাবে আসবে আপনারা সিদ্ধান্ত নেবেন, মনে হচ্ছে জনগণের কোনো দায় নেই। যেমনটা পতিত স্বৈরাচার করতো। কিন্তু, আপনারা এসব দায় ইউনূস স্যারের ঘাড়ে চাপাচ্ছেন। ড. ইউনূসকে বিতর্কিত করার জন্য উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত।
উপদেষ্টাদের উদ্দেশে তিনি আরো বলেন, অতীতকে আপনি ভুলে যাবেন না। প্রথমে বয়ান দেওয়ার চেষ্টা করলেন যে, ৩৬ জুলাই বা ৫ আগস্ট- এটি নাকি দ্বিতীয় জন্ম; এসব কথা বলার চেষ্টা করলেন। কিন্তু ৪৭ যদি না হতো, ৭১ পেতেন না। ৭১ না হলে ২৪ হতো কিনা বিরাট বড় প্রশ্ন। কাজেই মনে রাখতে হবে, ইতিহাসের ধারাবাহিকতাকে অস্বীকার করার চেষ্টা করবেন না। যার যতটুকু অবদান, সেটাকে স্বীকার করার মধ্যেই সত্যিকার অর্থে বীরত্ব আছে। আপনি যে দেশের ভালো চান, সেটি প্রমাণ করুন। আর যদি এককভাবে কিছু করেন তাহলে পতিত স্বৈরাচার সরকারের মতো অবস্থা আপনাদেরও হতে পারে।
এনসিপিকে উদ্দেশ্য করে জাহিদ হোসেন বলেন, আজকে কেন আন্দোলন হবে এই উপদেষ্টাদের বিরুদ্ধে। কারণ আপনারা আইন আদালতকে বিশ্বাস করেন না। আইন আদালত যখন আপনাদের পক্ষে থাকে তখন আপনারা খুশি। আর যখন বিপক্ষে যায়, তখন ফেসবুকে স্ট্যাটাস দেন। এটা কী! এগুলো তো শেখ হাসিনার মানসিকতা। সবসময় আন্দোলন সংগ্রামে ছাত্র-জনতা মাঠে থাকে। পরে দেশের জনগণ সিদ্ধান্ত নেয় কাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। কিন্তু, এখানে এটা উল্টো হয়েছে। আপনারা নিজেদের ট্যাগ ধরে ফেলেছেন। আপনারা সব কৃতিত্ব নিজেদের দাবি করেন। অন্য সবাইকে আপনারা অপমানিত করলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। জুলাই-আগস্ট মাসে তারা সেটি প্রমাণ করেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করতে গেলে আপনারা নিজেরাই বিতর্কিত হয়ে যাবেন। আপনাদের দাবি থাকতেই পারে। কিন্তু রাত ১২টার সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যমুনা ঘেরাও করেন। দাবি করারও তো একটা সিস্টেম আছে। আপনারা মনে করেন, এই সরকার আপনাদের নিজের। অবশ্যই এর জন্য সরকারের কতিপয় ব্যক্তিও দায়ী। কারণ ওনারা কেউ উপদেষ্টা হয়েছেন এবং ক্ষমতা দেখাচ্ছেন। পতিত স্বৈরাচারও ক্ষমতা দেখিয়েছিল, কিন্তু টেকেনি।
অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীন প্রমুখ।