ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র প্রকৌশলী ইশরাক হোসেনের শপথগ্রহণ নিয়ে চলমান জটিলতা নিরসনের পথে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সোমবার (২৬ মে) অথবা চলতি সপ্তাহেই শপথ অনুষ্ঠিত হতে পারে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “আমরা আদালতের রায় হাতে পেয়েছি। সেই আলোকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু ২৬ মে এর মধ্যে শপথগ্রহণের সময়সীমা রয়েছে, বিষয়টি সে বিবেচনায়ই গুরুত্ব পাচ্ছে।”

তিনি বলেন, “তারিখ এখনো চূড়ান্ত হয়নি, শিগগিরই শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।”

নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ হয়ে যাওয়ায় মন্ত্রণালয়ের ধারণা, আইনি জট অনেকটাই কেটে গেছে। 

জানা গেছে, চেম্বার আদালতে গেজেট স্থগিত চেয়ে নতুন আরেকটি আবেদন দাখিলের প্রস্তুতি চলছে, যার শুনানি হতে পারে সোমবার। এই প্রেক্ষাপটে ডিএসসিসিতে কার্যত অচলাবস্থা বিরাজ করছে। গত ১৪ মে থেকে নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে রেখেছেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা। তাদের একটাই দাবি, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেয়র ছাড়া তারা কোনো দাপ্তরিক কাজ করবেন না। ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসনসহ গুরুত্বপূর্ণ নাগরিক সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে। ঈদুল আজহার আগে কোরবানির হাট ও পশু বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতিও বাধাগ্রস্ত হচ্ছে।

নগর ভবনের নিচতলার একটি কক্ষে সীমিত পরিসরে কিছু জরুরি ফাইল স্বাক্ষরের কাজ চালিয়ে যাচ্ছেন কিছু কর্মকর্তা। তবে সাধারণ নাগরিকরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

পুরান ঢাকার বাসিন্দা কলিমুল্লাহ বলেন, “গত সপ্তাহে কয়েকবার এসেছি, প্রতিবারই তালা ঝুলতে দেখেছি। পরিবারের জরুরি কাজ আটকে আছে।”

নাগরিক দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে আন্দোলনকারীদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন।

তিনি বলেন, “সামনে কোরবানির ঈদ। নগরবাসীর যেন কোনো কষ্ট না হয়, সেই বিবেচনায় সবাই যার যার দায়িত্ব পালন করুন। আমরা সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলাম। শুক্রবার ছুটি থাকায় কিছুটা সময় পেরিয়ে গেছে। আশা করি, এর মধ্যেই সমাধান আসবে।”

ডিএসসিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের এক নেতা জানান, আন্দোলন চলবে, যতক্ষণ না ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। তবে ঈদ সামনে রেখে দ্রুত সমাধানের আহ্বানও জানিয়েছেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার (২৪ মে) সরকার ও মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে একাধিক দফা আলোচনা হয়েছে। শপথ অনুষ্ঠান নিয়েও আলোচনা হয়েছে। তবে প্রধান উপদেষ্টা ড.

ইউনূস পদত্যাগ করবেন কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে। সে কারণেই এখনো চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়নি। তবে সোমবার কিংবা চলতি সপ্তাহের মধ্যেই শপথ আয়োজনের সম্ভাবনা প্রবল।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, “গত কয়েক দিনের মতো গতকালও নগর ভবন তালাবদ্ধ রয়েছে। এতে আমাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

স্থানীয় সরকার বিভাগের সচিবের দপ্তরের এক কর্মকর্তা বলেন, “সরকার ইতোমধ্যে ডিএসসিসির বর্তমান প্রশাসক শাহজাহান মিয়াকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ইশরাক হোসেন শপথ নেওয়ার পর তিনিই প্রশাসকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।”

এখন সবার নজর সোমবারের দিকে। আদালত যদি নতুন কোনো নির্দেশনা না দেয় এবং রাজনৈতিক সমঝোতায় নতুন করে কোনো জট না বাঁধে, তবে খুব দ্রুত নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পাবেন প্রকৌশলী ইশরাক হোসেন।

ঢাকা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইশর ক হ স ন কর মকর ত ড এসস স স মব র সরক র

এছাড়াও পড়ুন:

কোটালীপাড়ায় টানা বর্ষণে সড়ক ক্ষতিগ্রস্ত, চলাচলে দুর্ভোগ

টানা বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। 

গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন সড়কে ফাটল ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ–পয়সার হাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়া জিরো পয়েন্টে খানাখন্দ বেশি হয়েছে। মাঝবাড়ি-রাধাগঞ্জ সড়ক, ধারাবাশাইল-তরুর বাজার সড়ক, কোটালীপাড়া-রাজৈর সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

ব্যবসায়ী দিদার দাড়িয়া জানান, মাঝবাড়ি-মান্দ্রা সড়কের পূর্ব মাঝবাড়ি নতুন মসজিদের সামনের বেইলি ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই সড়ক দিয়ে চলাচল করা মানুষ বিপাকে পড়েছে।

আরো পড়ুন:

দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আলুর হিমাগার ভাড়া কমানোর দাবিতে সড়ক অবরোধ 

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ জানান, অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রিজের ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক দ্রুত মেরামতের জন্য কোটালীপাড়া এলজিইডির প্রকৌশলীকে বলা হয়েছে। তিনি আশা করেন, দ্রুত জনসাধারণের দুর্ভোগ লাঘব করা হবে। 

ঢাকা/বাদল/বকুল 

সম্পর্কিত নিবন্ধ