ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক ছেলে ও এক মেয়েকে রেখে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী। রোববার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়েরপাড়ে এ ঘটনা ঘটে। 

স্বজনেরা জানিয়েছেন, শুরুতে জরিনা বেগম (২৩) কেরির ট্যাবলেট (চালের পোকা দমনের ওষুধ) সেবন করেন। তাঁকে বাঁচানো সম্ভব নয় বুঝতে পেরে স্বামী আল আমিনও একই ওষুধ সেবন করেন। 

আল আমিন (২৮) কুড়েরপাড়ের নান্নু মিয়ার ছেলে। তাঁর স্ত্রী জরিনা একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। আল আমিন পেশায় ইজিবাইক চালক। 

জরিনার ভাই আনোয়ার হোসেনের ভাষ্য, সংসারে অভাব-অনটনের কারণে অনেকদিন ধরে তাঁর বোন ও ভগ্নিপতি মানসিক চাপে ছিলেন। আল আমিন ঋণের টাকায় কেনা ইজিবাইক চালাতেন। কিছুদিন আগে সেটি বিক্রি করে দিলে দাম্পত্য কলহ শুরু হয়। এর জের ধরে রোববার রাতে প্রথমে জরিনা বেগম কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্বামী আল আমিনও একই ট্যাবলেট সেবন করেন। প্রতিবেশীদের সহায়তায় স্বজনেরা রাত ১০টার দিকে তাদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে মৃত্যুর কোলে ঢলে পড়েন জরিনা। রাত ১টার দিকে ওই হাসপাতালেই মারা যান আল আমিনও।

লালপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো.

শাহজাহান মিয়া জানান, লোকমুখে শুনেছেন প্রথমে স্ত্রী ও পরে স্বামী কীটনাশক পান করেছিলেন। কী কারণে তারা কীটনাশক পান করেছিলেন, এর সঠিক কারণ জানেন না।

পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখে। সোমবার বিকেলে সেখানে পাওয়া যায় প্রতিবেশী দেলোয়ার আহমেদ আকাশকে। তাঁর ভাষ্য, এ দম্পতির মধ্যে আগে কখনও মনোমালিন্যের কথা শোনেননি। আল আমিনের বাবা অন্য এলাকা থেকে জমি কিনে এখানে বসবাস শুরু করেন। তিনি শুনেছেন, আল আমিন টুকটাক মাদক সেবন করতেন, সঙ্গও তেমন ভালো ছিল না। তাঁর মা সামসুন্নাহারও আলাদা থাকেন। তিনি (মা) দেড় শতক জমি বিক্রির টাকায় ছেলেকে অটোরিকশা কিনে দিয়েছিলেন। 

দেলোয়ার আহমেদের ভাষ্য, ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য অটোরিকশাটি আল আমিন বিক্রি করে দেন। এ নিয়ে মা ও স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য দেখা দেয়। বিষয়টি মেনে নিতে না পেরে স্ত্রী জরিনা কীটনাশক সেবন করেন। বিষয়টি টের পেয়ে আল আমিন তাঁর কাছ থেকে ট্যাবলেট কেড়ে নেন। 

প্রতিবেশীরা শুরুতে জরিনাকে হাসপাতালে নিয়ে যান জানিয়ে দেলোয়ার বলেন, স্ত্রীর মৃত্যুর বিষয়টি আঁচ করেই হয়তো আল আমিন ভয়ে স্ত্রীর কাছ থেকে কেড়ে নেওয়া কীটনাশক সেবন করেন। পরে রাতেই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আল আমিনের ঋণের বিষয়টি মা-স্ত্রী টের পেলেও পরিমাণ কতো কেউই জানতেন না। 

আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন সোমবার বিকেলে বলেন, মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত ও আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র হ মণব ড় য় ট য বল ট ব ষয়ট

এছাড়াও পড়ুন:

নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপ, বিকেলেই উপকূল পার হতে পারে, বইবে ঝোড়ো বাতাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আজ বিকেলে এটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৭৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৮৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার কাছে দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ