ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক
Published: 20th, May 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে পরীক্ষা দেওয়ার সময় তাঁকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাঁকে থানা–পুলিশে সোপর্দ করা হয়।
আটক ছাত্রলীগ নেতার নাম শাহরিয়ার হিমেল (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সহসম্পাদক।
খোঁজ নিয়ে জানা গেছে, শাহরিয়ার চারুকলা বিভাগের আউটডোর ড্রয়িং পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসেছিলেন। জুলাই আন্দোলন ও গত বছরের ৫ আগস্ট–পরবর্তী সময়ে তিনি আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা।
এ বিষয়ে শাহরিয়ার হিমেল বলেন, ‘আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের গ্রাফিতি করেছিলাম। এরপরও আমাকে আটক করা হয়েছে।’
জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ওই ব্যক্তিকে থানায় দিয়েছেন শিক্ষার্থীরা। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জেনেছেন। পরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
পূজা ও আদরকে যেমন দেখা গেল ‘টগর’–এ
চলতি বছরের শুরুতে ‘টগর’ ছবির কাজ শুরু হয়। আগামী ঈদে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তির আগে প্রকাশিত হলো ‘টগর’-এর প্রথম অফিশিয়াল পোস্টার। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।
আজ প্রকাশিত পোস্টারে দেখা গেছে, রক্তমাখা শরীর, ছুরি হাতে আগুনে জ্বলন্ত থাকা শিল্পাঞ্চলের সামনে দাঁড়িয়ে আছেন আদর আজাদ। তাঁর ঠিক পেছনে পূজা চেরী, যাঁর চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি। চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ, যা সিনেমার ভয়াবহতার ইঙ্গিত দেয়। দুজনের ঠিক পেছনে আগুনের শিখা এবং কনটেইনার ইয়ার্ডের দৃশ্য ছবির কনটেন্ট ও প্রেক্ষাপটকে আরও গভীর করে তুলেছে। পোস্টার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
ছবির পরিচালক আলোক হাসান জানান, ‘টগর’ শুধু একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভেতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শকেরা এই ছবিতে অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা—সবকিছু একসঙ্গে খুঁজে পাবেন। ছবিটির পরিবেশনা করেছে এআর মুভি নেটওয়ার্ক।
ছবিটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘এই ছবি এখন পর্যন্ত আমার অভিনয়জীবনের সেরা ছবি। দর্শকেরা আমাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন।’ পূজা চেরী বলেন, ‘এই ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।’
‘টগর’ ছবিতে আদর আজাদ ও পূজা ছাড়া অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।
আরও পড়ুনপূজা চেরি নিজেকে স্বাধীন শিল্পী বললেন, কেন২৮ জুলাই ২০২৪