তাশাহহুদ নামাজের একটি অপরিহার্য দোয়া। নামাজের বৈঠকে তাশাহহুদ পড়া ওয়াজিব। তাশাহহুদের মাধ্যমে আল্লাহর প্রশংসা, নবীজি (সা.)-এর প্রতি দরুদ এবং ইমানের সাক্ষ্য প্রকাশ করা হয়।
নবীজি (সা.) বলেছেন, ‘যখন তোমাদের কেউ নামাজে বসে, সে যেন ‘আত্তাহিয়্যাতু’ বলে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৪০২)
আরও পড়ুনজীবনকে ছন্দে ফেরাবে ‘ধীর নামাজ’২৪ মে ২০২৫তাশাহহুদের বাংলা উচ্চারণতাশাহহুদের বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া হলো। যাঁরা আরবি পড়তে পারেন না, তাঁরা তাশাহহুদের বাংলা উচ্চারণ শিখে নিতে পারেন। একই সঙ্গে অর্থ জেনে নিলে নামাজে একাগ্রতা বৃদ্ধি পাবে।
বাংলা উচ্চারণ: ‘আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়্যুহান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস-সালিহীন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।’
অর্থ: ‘সকল প্রশংসা, সালাত এবং পবিত্র কথা আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই এবং হজরত মুহাম্মদ (সা.
তাশাহহুদ পড়া হয় নামাজের দ্বিতীয় ও শেষ রাকাতের বৈঠকে। দ্বিতীয় রাকাতে দুই সিজদার পর বা চতুর্থ রাকাতের (চার রাকাতের নামাজে) দ্বিতীয় সিজদা শেষে বসে তাশাহহুদ পড়ুন।
বসার সময় ডান পায়ের পাতা খাড়া রাখুন এবং বাঁ পা ভাঁজ করে তার ওপর বসুন। ডান হাত ডান এবং বাম হাত বাম হাঁটুর ওপর রাখুন। ‘আশহাদু আল্লাহ ইলাহা’ বলার সময় ডান হাতের তর্জনী উঁচু করে তাওহিদের সাক্ষ্য দিন।
চার রাকাতের নামাজ হলে দ্বিতীয় রাকাতে তাশাহহুদ পড়ে উঠে দাঁড়ান। আর দুই রাকাতের নামাজ হলে তাশাহহুদের পর দরুদ শরিফ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন।
তাশাহহুদ শান্তভাবে পড়ুন। জামাতে হোক বা একাকী, নামাজে তাশাহহুদ নিচু স্বরে নিজে শোনা যায় এভাবে পড়বেন।
আরও পড়ুনকখন দরুদ পাঠ করতে হয়২৬ এপ্রিল ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: আল ল হ
এছাড়াও পড়ুন:
বৈঠকে পুতিন ‘স্পষ্টভাবে জয়ী’, ট্রাম্প ‘হারেননি’: সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন
যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, আলাস্কা শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘স্পষ্টভাবে জয়ী’ হয়েছেন। যদিও ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হেরে যাননি’।
কেবল আবার বৈঠকের প্রতিশ্রুতি ছাড়া প্রায় তিন ঘণ্টার উচ্চপর্যায়ের বৈঠক থেকে ডোনাল্ড ট্রাম্প আসলে খুব বেশি কিছু পাননি। বোল্টন সিএনএনকে বলেন, ট্রাম্প কিছুই পাননি। কেবল আরও বৈঠকের প্রতিশ্রুতি পেয়েছেন। অন্যদিকে পুতিন ‘সম্পর্ক পুনর্গঠনে অনেকটা এগিয়ে গেছেন। আমি সব সময়ই মনে করতাম, এটিই তাঁর মূল লক্ষ্য।’
বোল্টন আরও বলেন, ‘তিনি (পুতিন) নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়েছেন এবং কোনো যুদ্ধবিরতির মুখোমুখি তাঁকে হতে হয়নি। পরবর্তী বৈঠকের তারিখও ঠিক হয়নি। জেলেনস্কিকে এসব কিছু এই সংবাদ সম্মেলনের আগে জানানো হয়নি।
যদিও কোনো স্পষ্ট ফলাফল বা দিকনির্দেশনা ছাড়াই বৈঠক শেষ হয়েছে, তবু দুই নেতা একে ‘ফলপ্রসূ’ আখ্যা দিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘আমরা এখনো সেখানে পৌঁছাইনি, তবে সেখানে পৌঁছানোর ভালো সুযোগ আছে।’
দ্বিপক্ষীয় বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ– রিচার্ডসন সামরিক ঘাঁটিতে, ১৫ আগস্ট ২০২৫