বিদেশে বিনিয়োগের অনুমোদন পেয়েছে তিন প্রতিষ্ঠান
Published: 1st, July 2025 GMT
দেশের বাইরে ২১ লাখ ডলার বিনিয়োগ নিয়ে বাংলাদেশের তিন প্রতিষ্ঠানকে পাঁচটি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেবা ও বিপণনের ক্ষেত্রে বাজার সুবিধা পেতেই তারা দেশের বাইরে মূলধন বিনিয়োগের মাধ্যমে কোম্পানি গঠন করবে। কোম্পানিগুলোকে রপ্তানিকারকের সংরক্ষিত কোটা (ইআরকিউ) হিসাব থেকে বিনিয়োগ করতে হবে। সম্প্রতি গভর্নরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে বাংলাদেশি ২৫ প্রতিষ্ঠান বিদেশে ৩৫টি কোম্পানি গঠনে বিনিয়োগের অনুমতি পেল।
সংশ্লিষ্টরা জানান, বিদেশে কোম্পানি খোলার অনুমতি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সংযুক্ত আরব আমিরাতে কোম্পানি খুলবে, যার নাম হবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ইউএই লিমিটেড। প্রতিষ্ঠানটি ইআরকিউ থেকে ১০ লাখ ডলার বিনিয়োগ নেবে। করিম টেক্সটাইল নামের একটি কোম্পানি সংযুক্ত আরব আমিরাতে ৫ লাখ ডলার বিনিয়োগ নিয়ে করিম রিসোর্সেস ইউএই গঠন করবে। এ ছাড়া সফটওয়্যার খাতের কোম্পানি ব্রেইন স্টেশন-২৩ লিমিটেড বিদেশে তিনটি কোম্পানি গঠনের অনুমোদন পেয়েছে। প্রতিটি দেশে তারা বিনিয়োগ করবে ২ লাখ ডলার করে। মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসে কোম্পানি গঠন করবে।
বাংলাদেশ থেকে বিদেশে বিনিয়োগ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন প্রয়োজনে ‘কেস টু কেস’ ভিত্তিতে ২০১৩ সাল থেকে বিদেশে বিনিয়োগের অনুমতি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এ বিষয়ে কোনো নীতিমালা ছিল না। তবে ২০২১ সালে বিদেশে মূলধন বিনিয়োগ-সংক্রান্ত একটি বিধিমালা জারি করে অর্থ মন্ত্রণালয়। বিধিমালার আওতায় শুধু রপ্তানি আয় আছে, এমন প্রতিষ্ঠান আবেদন করতে পারে। অবশ্য বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ পাচার করে বাইরে বিনিয়োগের নজির রয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রণয়ন প্রাক্কলন অনুযায়ী দেশ থেকে গত ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে।
সম্প্রতি প্রকাশিত আঙ্কটাডের বিশ্ব বিনিয়োগ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে সর্বশেষ পাঁচ বছরে বৈধভাবে বিনিয়োগ হয়েছে মাত্র ১৩ কোটি ৬০ লাখ ডলার। আর ২০২৪ সাল শেষে বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ স্থিতি কমে ৩২ কোটি ২০ লাখ ডলারে নেমেছে, আগের বছর শেষে যা ৩৫ কোটি ১০ লাখ ডলার ছিল।
আরও যত বিনিয়োগ
গত মার্চে বিদেশি বিনিয়োগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ড.
সামিট গ্রুপের সামিট পাওয়ারের ভারতে, সামিট অ্যালায়েন্স পোর্ট ও সামিট অয়েল অ্যান্ড শিপিংয়ের সিঙ্গাপুরের দুই কোম্পানিতে বিনিয়োগ রয়েছে। স্টিল খাতের কোম্পানি বিএসআরএম কেনিয়া ও হংকংয়ে কোম্পানি খুলেছে। আকিজ শিপিংয়ের সিঙ্গাপুর ও আকিজ হোল্ডিংয়ের মালয়েশিয়ায় কোম্পানি খোলার অনুমোদন রয়েছে। এ ছাড়া মবিল যমুনা সিঙ্গাপুর ও মিয়ানমারে বিনিয়োগ নিয়েছিল। তবে মিয়ানমার থেকে বেশ আগেই তারা বিনিয়োগ গুটিয়ে এনেছে।
ডিবিএল গ্রুপ এস্তোনিয়ায়, এআইআইএম গ্লোবাল সংযুক্ত আরব আমিরাতে, এসিআই হেল্থ যুক্তরাষ্ট্রে, টেকআউট লিমিটেড শ্রীলঙ্কায়, এমবিএম গার্মেন্টস সিঙ্গাপুরে, প্রাণ ফুড ভারতে, এজে সুপার গার্মেন্টস সৌদি আরবে, কলম্বিয়া গার্মেন্টস হংকংয়ে, সাইফ পাওয়ারটেক সংযুক্ত আরব আমিরাতে এবং টাইগার আইটি নেপালে বিনিয়োগ নেওয়ার অনুমোদন পেয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে বাজার সুবিধা পেতে এসব দেশে বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানগুলো।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আমিরাত থেকে আমদানি হবে ১৭ কার্গো এলএনজি
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ‘সরকার টু সরকার’ পদ্ধতিতে দুই বছরে ১৭ কার্গো এলএনজি আমদানি করতে চায় সরকার। এ জন্য দেশটির সঙ্গে চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের অনুমোদিত প্রস্তাবের বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, জিটুজি ভিত্তিতে ওকিউ ট্রেডিং লিমিটেড, ইউএই থেকে ২০২৫ ও ২০২৬ সালে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এলএনজি ক্রয়ের দরপ্রস্তাব ও ড্রাফট এলএনজি সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এসপিএ) অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। চুক্তির আওতায় স্বল্প মেয়াদে চলতি বছরে ৫ কার্গো এবং আগামী বছর ১২ কার্গো এলএনজি আমদানি করা হবে।
বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ১ লাখ ১০ হাজার টন সার আমদানি করার ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৩০ হাজার টন ইউরিয়া এবং ৮০ হাজার টন ডিএপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৫০ কোটি ৫০ লাখ ৮৬ হাজার টাকা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য পাঁচটি এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাবও অনুমোদিত হয়। এ ছয় প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৩৭০ কোটি টাকা।
এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্যসেবা বিভাগের তিনটি প্রস্তাবে অনুমোদন হয়েছে। এতে মোট ব্যয় হবে ৪০৪ কোটি ৯১ লাখ টাকা। বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণে ২৩৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি।