৬১০ কোটি টাকা ব্যয়ে বড় বড় বহুতল ভবন, হতদরিদ্র মানুষের প্রশিক্ষণ আর হচ্ছে না
Published: 2nd, July 2025 GMT
ছোট–বড় ১৮টি ভবন। তিন বছর আগে তৈরি এসব ভবনের কোনোটি ১০ তলা, কোনোটি ৬ তলা। তবে একটিরও ব্যবহার নেই। ভবনগুলোর বাইরের চত্বরে ঝোপঝাড় গজিয়েছে। চারপাশে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে আবর্জনা। ভবনের ভেতরে মাকড়সা বাসা বেঁধেছে, জমেছে ধুলোবালি। অব্যবহৃত পড়ে থাকায় নষ্ট হচ্ছে প্রশিক্ষণের যন্ত্রপাতি।
এ চিত্র জামালপুরের মেলান্দহ উপজেলার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ)। ২০২২ সালে নির্মাণের পর থেকে এটি খালি পড়ে আছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩১ কোটি টাকার বেশি। লক্ষ্য ছিল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের হতদরিদ্র মানুষকে প্রশিক্ষিত করে জনশক্তিতে রূপান্তর করা।
একই লক্ষ্যে গোপালগঞ্জ ও রংপুরে দুটি পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করা হয়। সীমিত পরিসরে গোপালগঞ্জে চললেও রংপুরে একাডেমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। গোপালগঞ্জ ও রংপুরে একাডেমি নির্মাণে খরচ হয়েছে যথাক্রমে প্রায় ৩৪৫ কোটি টাকা ও ১৩৪ কোটি টাকার বেশি।
গোপালগঞ্জ, জামালপুর ও রংপুরে নতুন তিনটি আরডিএ প্রতিষ্ঠার বিষয়ে পরিকল্পনা কমিশনের গঠিত কমিটির প্রতিবেদনের তথ্য ও সরেজমিন ঘুরে এই চিত্র পাওয়া গেছে।
৬১০ কোটি টাকা ব্যয়ে এই তিন একাডেমি নির্মাণ করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। ওই সরকারের আমলে আরেকটি একাডেমির নির্মাণকাজ শুরু হয় যশোরে। এটির ব্যয় ধরা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। অবশ্য এটির কাজ চলবে কি না, তা নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রশিক্ষণ ও গবেষণার জন্য ১৯৫৯ সালে আখতার হামিদ খানের হাত ধরে কুমিল্লায় প্রথম পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালে বগুড়ায় দ্বিতীয় পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ মানুষের দারিদ্র্য বিমোচনের কথা বলে বিগত সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে একের পর এক একাডেমি করা হয়েছে। দেশে এত একাডেমির প্রয়োজন নেই। যেগুলো আছে, সেগুলোকে কাজে লাগানো উচিত।
পল্লী উন্নয়ন একাডেমি রংপুর.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ প লগঞ জ ন এক ড ম সরক র র
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরের ম্যারিনেট গাজা জলসীমা থেকে কত দূরে
দ্য ম্যারিনেট। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের নৌযান। নৌযানটি এখনো ফিলিস্তিনের গাজা অভিমুখী যাত্রা অব্যাহত রেখেছে। আজ শুক্রবার আল-জাজিরার অনলাইনে এই তথ্য জানানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, একমাত্র দ্য ম্যারিনেটকেই এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। বহরের বাকি নৌযানগুলোকে তারা ইতিমধ্যে আটক করেছে।
দ্য ম্যারিনেট পোল্যান্ডের পতাকাবাহী নৌযান। তবে নৌযানটির মালিকের বিষয়ে নিশ্চিত তথ্য কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়, দেখুন লাইভ ট্র্যাকারেনৌযানটিতে ছয়জন আরোহী আছেন। এই আরোহীদের মধ্যে একজন তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু। তিনি আজ নৌযানটি থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।’
ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্যের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আজ ভোরের দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলছিল ম্যারিনেট। এ সময় সূর্যোদয় হচ্ছিল।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে ম্যারিনেটের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩ দশমিক ৭৮ নট। (ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার)। নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিলোমিটার) দূরে অবস্থান করছিল।
আরও পড়ুনগ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী১৩ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েলইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই ম্যারিনেটকে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নৌযানটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। তবে তা ঠিক করা হয়েছে। নৌযানটি গাজা অভিমুখে চলছে।
ফ্লোটিলা আয়োজকেরা জানিয়েছেন, বহরের ৪২টি নৌযানকে অবৈধভাবে আটকানো হয়েছে। আরোহীদের আটক হয়েছে। তবে তা সত্ত্বেও ম্যারিনেট পিছু হটছে না।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৯ ঘণ্টা আগেআরও পড়ুনইসরায়েল ‘জলদস্যুর কাজ’ করেছে: এরদোয়ান১৪ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়, ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।
ম্যারিনেট নৌযান এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত আছে বলে জানিয়েছে ফ্লোটিলা আয়োজকেরা।
আরও পড়ুনসুমুদ ফ্লোটিলার আটক অধিকারকর্মীরা ২ ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছতে পারেন২০ ঘণ্টা আগে