‘পিঞ্চহিটার’ কোচ জয়াসুরিয়ায় শ্রীলঙ্কার অন্য রূপ
Published: 2nd, July 2025 GMT
ওয়াই এ ইয়ামিলের সঙ্গে দেখা হয়েছিল গলে। টুকটুক চালক, গল স্টেডিয়াম থেকে এক রাতে হোটেল ফেরার পথে যাত্রী হয়েছিলাম তাঁর বাহনের। ক্রিকেটের সূত্রে শ্রীলঙ্কায় আসা শুনে ইয়ামিল খুশি হলেন বলে মনে হলো। শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগের বর্ণনা দিতে দিতে পৌঁছে দিলেন হোটেলে।
শেষ চমক তখনো বাকি। হোটেলে পৌঁছানোর পর ইয়ামিল ওয়ালেট থেকে বের করলেন একটু পুরোনো হয়ে যাওয়া তাঁর সাবেক আইডি কার্ড। যার পেছনে স্বয়ং সনাৎ জয়াসুরিয়ার স্বাক্ষর, সংসদ সদস্য জয়াসুরিয়া।
আরও পড়ুনবাংলাদেশের নতুন শুরুর আশা২ ঘণ্টা আগেআইডি কার্ডটি সাক্ষ্য দিচ্ছে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক জয়াসুরিয়া সংসদ সদস্য থাকার সময় ইয়ামিল ছিলেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। হাতের ইশারায় দেখালেন ওই সময় তাঁর কাছে অস্ত্রও থাকত। এরপর মুঠোফোনের স্ক্রিনে আঙুল টেনে একের পর এক দেখাতে লাগলেন জয়াসুরিয়ার সঙ্গে তাঁর ছবিসমগ্র, সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেটের আরও অনেকের সঙ্গে সখ্যের প্রমাণ।
ভেবেছিলাম জয়াসুরিয়ার সঙ্গে কথা বলার সুযোগ হলে তাঁকে ইয়ামিলের ব্যাপারে জিজ্ঞেস করব। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থেকে ইয়ামিল কীভাবে টুকটুক চালক হয়ে গেলেন, সেটা জানতে চাইব। বাংলাদেশের তো একবার কোনো সংসদ সদস্যের ‘ব্যক্তিগত’ পদমর্যাদায় কেউ ঢুকতে পারলে জীবনে তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয় না। তাহলে ইয়ামিল কেন টুকটুক চালাচ্ছেন?
জয়াসুরিয়া সংসদ সদস্য থাকার সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর কাজ করা ইয়ামিলের সেই সময়ের পরিচয়পত্র.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জয় স র য়
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫