সন্দেহজনক প্যাকেট, নিরাপত্তার স্বার্থে পন্ত–রাহুলদের হোটেলেই থাকতে বলা হয়েছিল
Published: 2nd, July 2025 GMT
বার্মিংহামে কয়েক ঘণ্টা পরই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারত। তবে ম্যাচের আগের দিন গতকাল খানিকটা অস্বস্তিতেই পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেটিও আবার নিরাপত্তাজনিত।
কাল বার্মিংহামের সেন্টেনারি স্কয়ারে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে ভারতীয় ক্রিকেট দলকে হোটেলেই থাকতে বলা হয়।
ভারতীয় ক্রিকেট দলের হোটেল ছিল ঘটনাস্থলের একেবারে কাছেই। বিসিসিআইয়ের এক সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বার্মিংহাম পুলিশ নিজেদের এক্স হ্যান্ডলে সতর্কবার্তা প্রকাশ করার পরই খেলোয়াড়দের বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়।
এক্সে দেওয়া বার্তায় বার্মিংহাম পুলিশের পক্ষ থেকে লেখা হয়, ‘সেন্টেনারি স্কয়ারে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়া গেছে। বেলা ৩টার কিছু আগে আমাদের জানানো হয়। সতর্কতামূলকভাবে কিছু ভবন খালি করে দেওয়া হয়েছে। দয়া করে এলাকাটি এড়িয়ে চলুন।’
ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার হোটেলের আশপাশে, বিশেষ করে ব্রড স্ট্রিটে নিয়মিত ঘোরাঘুরি করেন। তবে ঘটনার সময় শুবমান গিলসহ আটজন খেলোয়াড় অনুশীলনে ছিলেন। বাকি ১০ জন হোটেলে বিশ্রামে ছিলেন।
ঘণ্টাখানেকের মধ্যেই স্বস্তির খবর দেয় পুলিশ। সন্দেহজনক প্যাকেটটি বিপজ্জনক নয়, নিশ্চিত হওয়ার পর ঘেরাও তুলে নেওয়া হয়।
আরও পড়ুনভারতীয় সংবাদমাধ্যমের খবর: এশিয়া কাপ শুরু ৫ সেপ্টেম্বর, ভারত–পাকিস্তান ম্যাচ ৭ সেপ্টেম্বর১ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে হেরেছে ভারত। এজবাস্টনে দ্বিতীয় ম্যাচ জিতে নিশ্চয়ই সিরিজে সমতা ফেরাতে চাইবে সফরকারী ভারত। কিন্তু এই মাঠে ভারতীয়দের টেস্ট-অভিজ্ঞতা মোটেও সুখকর নয়।
এজবাস্টনে মোট ৮ টেস্ট খেলে ৭টিতে হেরেছে ভারত। এর মধ্যে ৩টি হার ইনিংস ব্যবধানে। ৮ টেস্টের ১৬ ইনিংসে মাত্র দুবার ভারতের সংগ্রহ ৩০০ ছুঁয়েছে। বোঝাই যাচ্ছে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ভারতের জন্য।
আরও পড়ুনভারতীয় দলের বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সন্দেহজনক প্যাকেট, নিরাপত্তার স্বার্থে পন্ত–রাহুলদের হোটেলেই থাকতে বলা হয়েছিল
বার্মিংহামে কয়েক ঘণ্টা পরই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারত। তবে ম্যাচের আগের দিন গতকাল খানিকটা অস্বস্তিতেই পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেটিও আবার নিরাপত্তাজনিত।
কাল বার্মিংহামের সেন্টেনারি স্কয়ারে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে ভারতীয় ক্রিকেট দলকে হোটেলেই থাকতে বলা হয়।
ভারতীয় ক্রিকেট দলের হোটেল ছিল ঘটনাস্থলের একেবারে কাছেই। বিসিসিআইয়ের এক সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বার্মিংহাম পুলিশ নিজেদের এক্স হ্যান্ডলে সতর্কবার্তা প্রকাশ করার পরই খেলোয়াড়দের বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়।
এক্সে দেওয়া বার্তায় বার্মিংহাম পুলিশের পক্ষ থেকে লেখা হয়, ‘সেন্টেনারি স্কয়ারে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়া গেছে। বেলা ৩টার কিছু আগে আমাদের জানানো হয়। সতর্কতামূলকভাবে কিছু ভবন খালি করে দেওয়া হয়েছে। দয়া করে এলাকাটি এড়িয়ে চলুন।’
ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার হোটেলের আশপাশে, বিশেষ করে ব্রড স্ট্রিটে নিয়মিত ঘোরাঘুরি করেন। তবে ঘটনার সময় শুবমান গিলসহ আটজন খেলোয়াড় অনুশীলনে ছিলেন। বাকি ১০ জন হোটেলে বিশ্রামে ছিলেন।
ঘণ্টাখানেকের মধ্যেই স্বস্তির খবর দেয় পুলিশ। সন্দেহজনক প্যাকেটটি বিপজ্জনক নয়, নিশ্চিত হওয়ার পর ঘেরাও তুলে নেওয়া হয়।
আরও পড়ুনভারতীয় সংবাদমাধ্যমের খবর: এশিয়া কাপ শুরু ৫ সেপ্টেম্বর, ভারত–পাকিস্তান ম্যাচ ৭ সেপ্টেম্বর১ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে হেরেছে ভারত। এজবাস্টনে দ্বিতীয় ম্যাচ জিতে নিশ্চয়ই সিরিজে সমতা ফেরাতে চাইবে সফরকারী ভারত। কিন্তু এই মাঠে ভারতীয়দের টেস্ট-অভিজ্ঞতা মোটেও সুখকর নয়।
এজবাস্টনে মোট ৮ টেস্ট খেলে ৭টিতে হেরেছে ভারত। এর মধ্যে ৩টি হার ইনিংস ব্যবধানে। ৮ টেস্টের ১৬ ইনিংসে মাত্র দুবার ভারতের সংগ্রহ ৩০০ ছুঁয়েছে। বোঝাই যাচ্ছে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ভারতের জন্য।
আরও পড়ুনভারতীয় দলের বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির২ ঘণ্টা আগে