‘আশা করছি, এই টুর্নামেন্টে এবার আর কোনো অঘটন ঘটবে না।’

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ওঠার পর কথাগুলো বলেছেন নারী টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। এমন প্রার্থনা সাবালেঙ্কা করতেই পারেন। এবারের উইম্বলডন যে প্রথম রাউন্ড থেকেই একের পর এক অঘটনের জন্ম দিচ্ছিল।

প্রথম রাউন্ড থেকে ছেলেদের বিভাগে ছিটকে গেছেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরেভ। মেয়েদের এককে অঘটনের শিকার হয়েছেন কোকো গফ, জেসিকা পেগুলা ও ঝেং কিনওয়েন। সব মিলিয়ে প্রথম দুই দিনে পুরুষ ও নারী এককে শীর্ষ দশে থাকা খেলোয়াড়দের মধ্যে আটজনই বিদায় নিয়েছেন, যা ওপেন যুগে কোনো গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড।

দ্বিতীয় রাউন্ডে বড় অঘটনের শিকার হওয়ার মতো ছিলেন ছেলেদের বিভাগে কার্লোস আলকারাজ আর মেয়েদের বিভাগে সাবালেঙ্কা। তবে দুজনই সেটি এড়িয়ে জয় নিয়ে কোর্ট ছেড়েছেন। এর মধ্যে আলকারাজ জিতেছেন সহজেই। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন ব্রিটিশ খেলোয়াড় অলিভার টারভেটকে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৭৩৩ নম্বরে থাকা টারভেটকে হারাতে আলকারাজের সময় লেগেছে দুই ঘণ্টা ১৭ মিনিট। ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘সবার আগে আমি অলিভারের প্রশংসা করতে চাই। এটা তার ট্যুরে দ্বিতীয় ম্যাচ, আর আমি সত্যিই ওর খেলা উপভোগ করেছি। জানতাম, আমাকে নিজের সেরাটা খেলতে হবে। আমি আমার পারফরম্যান্সে খুশি, তবে ওকেও বড় কৃতিত্ব দিতে হবে।’

দ্বিতীয় রাউন্ড পেরিয়েছেন সাবালেঙ্কাও।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত য় র উন ড আলক র জ

এছাড়াও পড়ুন:

জোকোভিচের ‘২৫’, আলকারাজের ‘হ্যাটট্রিক’ না সিনারের ‘প্রথম’

‘২৫’—২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন থেকেই সংখ্যাটাকে পাখির চোখ করে গ্র্যান্ড স্লামে খেলতে নামছেন নোভাক জোকোভিচ। আজ থেকে শুরু উইম্বলডনেও সেই ‘২৫’-এ চোখ জোকোভিচের। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হয়ে নারী-পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্লাম একক জয়ের রেকর্ডটা এবার করতে পারবেন জোকোভিচ? শুধু এই প্রশ্নই নয়, অল ইংল্যান্ড ক্লাবে আগামী দুই সপ্তাহে তো উত্তর মিলতে পারে আরও অনেক কিছুরই।আরেকটি সিনার-আলকারাজ ফাইনাল?

ফ্রেঞ্চ ওপেনের মতো সিনার-আলকারাজের আরেকটি মহাকাব্যিক ফাইনাল দেখার প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। উইম্বলডনে পুরুষ এককের শীর্ষ দুই বাছাইয়ের ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই। সেমিফাইনাল বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় ও টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনারের সম্ভাব্য প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচের বাধা পেরোলেই প্রথমবার উইম্বলডনে ফাইনালে উঠবেন ইতালিয়ান তারকা।

আলকারাজের হ্যাটট্রিক?

উইম্বলডনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি কার্লোস আলকারাজের। সর্বশেষ দুই ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন স্প্যানিশ তরুণ তুর্কি। উইম্বলডনে পুরুষ এককে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সর্বশেষ কীর্তি জোকোভিচের। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছিলেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জোকোভিচ। ২০২০ সালে করোনায় হয়নি উইম্বলডন।

আলকারাজ চ্যাম্পিয়ন, জোকোভিচ রানার্সআপ—২০২৩ ও ২০২৪ সালে একই ছবি ছিল উইম্বলডনের পুরুষ এককে

সম্পর্কিত নিবন্ধ

  • ‘অলৌকিক ওষুধ’ খেয়ে জোকোভিচ দ্বিতীয় রাউন্ডে
  • পর্যটক বাবর এবং উইম্বলডনের উত্তাপ
  • উইম্বলডনে জয়ে ছিল কোটিপতি হওয়ার সুযোগ, ছাত্র হওয়ায় লাখপতি হতে হচ্ছে
  • অবিশ্বাস্য লড়াইয়ে ম্যান সিটিকে বিদায় করে আল হিলালের ইতিহাস
  • গরমে কাহিল সাবালেঙ্কা ও উইম্বলডনে হাত পাখা
  • উইম্বলডন এখন ‘ডিজিটাল’, ১৪৮ বছরের ইতিহাসে এবারই প্রথম যা নেই
  • জোকোভিচের ‘২৫’, আলকারাজের ‘হ্যাটট্রিক’ না সিনারের ‘প্রথম’