অর্থবছরের প্রথম লেনদেনে সূচক ঊর্ধ্বমুখী
Published: 2nd, July 2025 GMT
নতুন অর্থবছরে শেয়ারবাজারের লেনদেন শুরু হয়েছে ঊর্ধ্বমুখী ধারায়। গতকাল বুধবার তালিকাভুক্ত প্রায় ৬৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬ শতাংশের। বেশির ভাগ শেয়ারের দর বাড়ায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ২৭ পয়েন্ট বেড়ে ৪৮৬৫ পয়েন্ট ছাড়িয়েছে। এ ছাড়া লেনদেন ১৫ কোটি টাকা বেড়ে ৪৭৯ কোটি টাকায় উন্নীত হয়েছে।
কিছু দিন ধরে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা রয়েছে। গত ২৩ জুন থেকে গতকাল পর্যন্ত সর্বশেষ ছয় কর্মদিবসের মধ্যে পাঁচ দিন দর, সূচক ও লেনদেন বেড়েছে। গত ৩০ জুন মাত্র দেড় পয়েন্ট হারায় ডিএসইএক্স। বাকি সময়ে বেড়েছে ১৮৯ পয়েন্ট।
বাজারের এ ধারায় কিছুটা স্বস্তিতে বিনিয়োগকারী এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। তারা বলেন, শেয়ারবাজার পরিস্থিতি উন্নয়নে সরকারের কিছু পদক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। অন্যদিকে ভারত-পাকিস্তানের পর ইরান-ইসরায়েল সংঘাত বন্ধ হওয়ার প্রভাবও রয়েছে।
জানতে চাইলে আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো.
গতকাল ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির শেয়ারের মধ্যে ৩৫৬টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৫৭টির বা ৬৫ শতাংশের দর বেড়েছে। বিপরীতে ৬৪টির দর কমেছে এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দর। এ ছাড়া তালিকাভুক্ত ৩৭ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে চারটির। খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, টেলিযোগাযোগ ছাড়া বাকি সব খাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। তুলনামূলক বেশি দর বেড়েছে বীমা খাতের। এ খাতের তালিকাভুক্ত ৫৮ কোম্পানির মধ্যে ৫৪টির দর বেড়েছে।
সার্বিক ঊর্ধ্বমুখী ধারায় গতকাল ৩৩ কোম্পানির শেয়ারদর ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। গতকাল সর্বাধিক ১০ শতাংশ দর বেড়েছে দেশ গার্মেন্টস এবং ইসলামিক ফাইন্যান্স কোম্পানির। দেশ গার্মেন্টসের শেয়ারদর গত এক মাসে প্রায় দ্বিগুণ বেড়ে ৬০ টাকা থেকে ১১৫ টাকায় এবং ইসলামিক ফাইন্যান্সের দর সর্বশেষ ছয় কর্মদিবসে ৩০ শতাংশ বেড়ে ৮ টাকা ৬০ পয়সায় উঠেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: শ য় রব জ র শ য় রব জ র র দর ব ড় ছ শ য় র র দর ল নদ ন গতক ল
এছাড়াও পড়ুন:
রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের শেষ দিন আজ। সোমবার (৩০ জুন) সকাল ১০টা পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এই তথ্য জানান।
তিনি বলেন, ‘‘আজ সকাল ১০টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল পাব। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে, যেটা আদায় হয়; সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে।’’
তিনি আরো বলেন, ‘‘স্বাভাবিকভাবে জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে। ফাইনাল ফিগার আসতে দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যাবে। আজ সব দপ্তর খোলা, ব্যাংক খোলা। আমার ধারণা, আজকে ভালো পরিমাণ অর্থ জমা হবে। সরকারি বিলগুলো এডজাস্ট করলে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত।’’
চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে, অর্থবছরের মাঝামাঝি লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি করা হয়েছিল বলে জানা গেছে।
ঢাকা/নাজমুল/রাজীব