আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেলো মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইড। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপচয়ের অভিযোগে সংস্থাটি ধীরে ধীরে ভেঙে দিয়েছেন। মার্চ মাস পর্যন্ত সংস্থার ৮০ শতাংশেরও বেশি কর্মসূচি বাতিল করা হয়েছে। মঙ্গলবার এর অবশিষ্ট কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ল্যানসেট মেডিকেল জার্নালে গবেষকদের প্রকাশিত এক সতর্কবার্তা অনুসারে ইউএসএইডের মতো ত্রাণ সংস্থা বন্ধের ফলে ২০৩০ সালের মধ্যে আরও ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকা এক তৃতীয়াংশ হচ্ছে শিশু।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, গবেষণায় ‘ভুল অনুমান’ ব্যবহার করা হয়েছে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত ইউএসএআইডে প্রায় ১০ হাজার মার্কিন কর্মী ছিল, যাদের দুই-তৃতীয়াংশই বিদেশে কাজ করত। বুধবার সকালে, সংস্থার ওয়েবসাইটে একটি বার্তা প্রদর্শন করা অব্যাহত ছিল। তাতে লেখা চিল, বিশ্বব্যাপী ইউএসএইডে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীদের ২৩ ফেব্রুয়ারি থেকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ