শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৪৪ (আসালাঙ্কা ১০৬, কুশল ৪৫, লিয়ানাগে ২৯, হাসারাঙ্গা ২২, রত্নায়েকে ২২; তাসকিন ৪/৪৭, তানজিদ ৩/৪৬, নাজমুল ১/৩২, তানভীর ১/৪৪)। বাংলাদেশ: ৩৫.৫ ওভারে ১৬৭ (তানজিদ ৬২, জাকের ৫১, নাজমুল ২৩; হাসারাঙ্গা ৪/১০, কামিন্দু ৩/১৯, থিকশানা ১/৩২, আসিতা ১/৩৮)। ফল: শ্রীলঙ্কা ৭৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: চারিত আসালাঙ্কা

তিনশোর্ধ্ব রানের আধুনিক ওয়ানডেতে হয়তো কথাটা বেমানান। তবে রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের ক্ষেত্রে তা নয়। সাম্প্রতিক অতীতের কারণেই ওয়ানডেতে কলম্বোর এ মাঠ ২৪৪ রানকেও নিরাপদ দাবি করতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে কাল প্রথম ওয়ানডের হারে অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের এই যুক্তির আড়াল নেওয়ার সুযোগ নেই। গতকাল বাংলাদেশ, শ্রীলঙ্কা দুই দলের অধিনায়কই বলেছিলেন, প্রেমাদাসার উইকেট এবার ব্যাটিংয়ের জন্য ভালো হবে। তাঁদের কথা ভুল মনে হয়নি আজ। নইলে বাংলাদেশের সব ব্যাটসম্যান মিলে যেখানে ১৬৭ রান করে ৭৭ রানে ম্যাচ হারলেন, সেই উইকেটেই কীভাবে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা, বাংলাদেশ ওপেনার তানজিদ হাসানই–বা কীভাবে ৫১ বলে ফিফটি করে খেলেন ৬২ বলে ৬১ রানের ইনিংস!

আরও পড়ুননারী ফুটবলে ইতিহাস, প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ১ ঘণ্টা আগে

প্রেমাদাসার উইকেটে পরে বোলিং করা স্পিনারদের সাহায্য পাওয়া নতুন কিছু নয়। তাই বলে এমন খেলতে না পারার মতো বোলিংও হয়নি যে ও রকম লেজেগোবরে ব্যাটিং হবে।
ব্যাটিং দেখে বরং মনে হয়েছে ব্যাটসম্যানরা কোনো অজানা আতঙ্কে ভুগছিলেন, অথবা পাচ্ছিলেন ‘ভূতের’ ভয়। প্রেমাদাসা স্টেডিয়ামের সাম্প্রতিক অতীতের ‘ভূত’। হয়তো তাঁরা ধরেই নিয়েছিলেন, ‘এ মাঠের সর্বশেষ কিছু ম্যাচে শ্রীলঙ্কা এ রকম রান করেও জিতেছে। পরে ব্যাট করা দল সেসব ম্যাচে ভেঙে পড়েছে। ২৪৪ রান তাহলে জেতার মতোই স্কোর! আমরা নিশ্চয়ই হেরে যাব!’ কাজেই উইকেট দিয়ে আসো।

দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন চারিত আসালাঙ্কা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আস ল ঙ ক উইক ট

এছাড়াও পড়ুন:

সিনেমা বানাবেন ইমন সাহা

বাবা কিংবদন্তি সংগীত পরিচালক ও প্রযোজক সত্য সাহা। তাঁরই পথ ধরে যেন দীর্ঘ পথ হেঁটে চলেছেন ইমন সাহা। গত তিন দশকে সিনেমায় প্রচুর সফল গানের জন্ম দিয়েই থামেননি, সংগীতের ওপর উচ্চতর পড়াশোনা করেছেন অস্কারজয়ী এ আর রহমানের কাছে। গানের সঙ্গে এখনও রয়েছেন নিয়মিত। এবার তিনি ঘোষণা দিলেন সিনেমা নির্মাণের। এর জন্য তিনি ১ জুলাই শেষ করেছেন পরিচালক সমিতির সঙ্গে দাপ্তরিক আনুষ্ঠানিকতাও।

নির্মাতা হিসেবে ইমন সাহার অভিষেক হতে যাচ্ছে ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে ইমন সাহা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম স্বল্পদৈর্ঘ্য দিয়ে শুরুটা হোক। পরে ভাবলাম করবই যখন, পূর্ণদৈর্ঘ্যই বা কেন নয়!’

সম্পর্কিত নিবন্ধ