‘ভূতের’ ভয়েই কি এমন হার বাংলাদেশের
Published: 2nd, July 2025 GMT
শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৪৪ (আসালাঙ্কা ১০৬, কুশল ৪৫, লিয়ানাগে ২৯, হাসারাঙ্গা ২২, রত্নায়েকে ২২; তাসকিন ৪/৪৭, তানজিদ ৩/৪৬, নাজমুল ১/৩২, তানভীর ১/৪৪)। বাংলাদেশ: ৩৫.৫ ওভারে ১৬৭ (তানজিদ ৬২, জাকের ৫১, নাজমুল ২৩; হাসারাঙ্গা ৪/১০, কামিন্দু ৩/১৯, থিকশানা ১/৩২, আসিতা ১/৩৮)। ফল: শ্রীলঙ্কা ৭৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: চারিত আসালাঙ্কা
তিনশোর্ধ্ব রানের আধুনিক ওয়ানডেতে হয়তো কথাটা বেমানান। তবে রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের ক্ষেত্রে তা নয়। সাম্প্রতিক অতীতের কারণেই ওয়ানডেতে কলম্বোর এ মাঠ ২৪৪ রানকেও নিরাপদ দাবি করতে পারে।
শ্রীলঙ্কার বিপক্ষে কাল প্রথম ওয়ানডের হারে অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের এই যুক্তির আড়াল নেওয়ার সুযোগ নেই। গতকাল বাংলাদেশ, শ্রীলঙ্কা দুই দলের অধিনায়কই বলেছিলেন, প্রেমাদাসার উইকেট এবার ব্যাটিংয়ের জন্য ভালো হবে। তাঁদের কথা ভুল মনে হয়নি আজ। নইলে বাংলাদেশের সব ব্যাটসম্যান মিলে যেখানে ১৬৭ রান করে ৭৭ রানে ম্যাচ হারলেন, সেই উইকেটেই কীভাবে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা, বাংলাদেশ ওপেনার তানজিদ হাসানই–বা কীভাবে ৫১ বলে ফিফটি করে খেলেন ৬২ বলে ৬১ রানের ইনিংস!
আরও পড়ুননারী ফুটবলে ইতিহাস, প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ১ ঘণ্টা আগেপ্রেমাদাসার উইকেটে পরে বোলিং করা স্পিনারদের সাহায্য পাওয়া নতুন কিছু নয়। তাই বলে এমন খেলতে না পারার মতো বোলিংও হয়নি যে ও রকম লেজেগোবরে ব্যাটিং হবে।
ব্যাটিং দেখে বরং মনে হয়েছে ব্যাটসম্যানরা কোনো অজানা আতঙ্কে ভুগছিলেন, অথবা পাচ্ছিলেন ‘ভূতের’ ভয়। প্রেমাদাসা স্টেডিয়ামের সাম্প্রতিক অতীতের ‘ভূত’। হয়তো তাঁরা ধরেই নিয়েছিলেন, ‘এ মাঠের সর্বশেষ কিছু ম্যাচে শ্রীলঙ্কা এ রকম রান করেও জিতেছে। পরে ব্যাট করা দল সেসব ম্যাচে ভেঙে পড়েছে। ২৪৪ রান তাহলে জেতার মতোই স্কোর! আমরা নিশ্চয়ই হেরে যাব!’ কাজেই উইকেট দিয়ে আসো।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন