এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে ৪০০ কোটি টাকার ঋণ
Published: 2nd, July 2025 GMT
দেশের চতুর্থ প্রজন্মের এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডের ঋণ পোর্টফোলিও ৪০০ কোটি টাকা অতিক্রম করেছে। অর্থাৎ ব্যাংকটির ক্রেডিট কার্ড গ্রাহকেরা তাঁদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৪০০ কোটি টাকা খরচ করেছেন। আজ বুধবার ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকটি জানিয়েছে, চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে প্রথম ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডের পোর্টফোলিও ৪০০ কোটি টাকা অতিক্রম করেছে। এ উপলক্ষে আজ ব্যাংকের পক্ষ থেকে কেক কেটে এই অর্জন উদ্যাপন করা হয়।
রাজধানীর গুলশানে আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো.
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ব্যাংকটির ক্রেডিট কার্ডের সংখ্যা ৬৭ হাজারের বেশি। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি সর্বশেষ ২০২৪ সালে ৭ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছে। আর চলতি বছরের প্রথম তিন মাসে অর্থাৎ জানুয়ারি–মার্চ প্রান্তিকে ব্যাংকটির কর–পরবর্তী মুনাফা দাঁড়ায় ৪ কোটি ১৪ লাখ টাকা। চতুর্থ প্রজন্মের এই ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন ৬৯০ কোটি টাকা। এটির শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০ টাকা ৪০ পয়সা। ব্যাংকটি গত বছরের ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এটির শেয়ারের ৫৫ শতাংশই রয়েছে উদ্যোক্তা–পরিচালকদের হাতে। বাকি ৪৫ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৪০০ ক ট
এছাড়াও পড়ুন:
২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ
২০২৬ সালে ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছর ব্যাংকগুলোর জন্য ২৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিন হবে শবে-বরাত উপলক্ষ্যে। ৪ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। এরপর শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।
চৈত্র সংক্রান্তি (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দারবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য) ১৩ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে। এরপর বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল, মে দিবস ও বৌদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ১ মে, ২৬ থেকে ৩১ মে পাঁচদিন ঈদুল আজহা উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে।
এদিকে, আশুরা উপলক্ষ্যে ২৬ জুন, ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষ্যে একদিন, জুলাই গণঅভ্যুত্থান ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর ও ব্যাংক হলিডে উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ৯ নভেম্বর প্রজ্ঞাপন অনুযায়ী সব তফসিলি ব্যাংকের জন্য এ ছুটি কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তালিকায় দেখা গেছে, চলতি বছর দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৭ দিন, আগের বছর ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৪ দিন।
ঢাকা/নাজমুল//