বঙ্গোপসাগরে ট্রলারডুবি, তিন ঘণ্টা পর ৭ জেলে উদ্ধার
Published: 2nd, July 2025 GMT
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) দুপুরে উত্তাল সমুদ্রে ঢেউয়ের তোড়ে কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন ৬ থেকে ৭ কিলোমিটার গভীর সাগরে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরে ট্রলারে থাকা সাত জেলে সাগরে ভাসতে থাকেন। প্রায় তিন ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়। পরে ট্রলারটিও অন্য ট্রলারের মাধ্যমে তীরে নিয়ে আসা হয়।
আহত জেলেরা হলেন- হাসান ঘরামি (৩৬), তানিম (২০), মামুন (৩২), ইসমাইল (৩৩), মাহাবুব (৩১), নাঈম (২২) এবং ওলিউল্লাহ (২০)। তারা সবাই কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জেলেরা জানান, উত্তাল সমুদ্রে ঢেউয়ের তোড়ে তাদের ট্রলারটি উল্টে ডুবে যায়। দুর্ঘটনার পরে জেলেরা সাগরে ভাসতে থাকেন। প্রায় তিন ঘণ্টা পর পাঁচ জেলেকে অন্য একটি ট্রলারের জেলেরা উদ্ধার করেন। বাকি দুজন ভাসতে ভাসতে তীর এলাকার কাছাকাছি চলে এলে কুয়াকাটা সমুদ্র সৈকতে দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের নজরে আসে বিষয়টি। পরে পর্যটক বহনকারী একটি স্পিডবোট পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ‘‘আহত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলারটিও উদ্ধার করা হয়েছে। ট্রলারটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।’’
ঢাকা/ইমরান/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫