৭ ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
Published: 2nd, July 2025 GMT
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। গত মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার না করার জের ধরে পটিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ও পুলিশের পিটুনিতে ছাত্র সমন্বয়কের ৭ সদস্যসহ ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র নেতাকর্মী সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, যা প্রায় সাত ঘণ্টা ধরে চলে। পরে সন্ধ্যা ৭ টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এসময় চট্টগ্রাম জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের খান তালাত মাহমুদ রাফি বলেন, আমরা সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়কে থাকবো। আগামী ১২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। ১২ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি মেনে নেওয়া না হলে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।