গত মৌসুমের এল ক্লাসিকোর স্মৃতি সম্ভবত আর কখনোই মনে করতে চাইবে না রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছিল তারা। মূলত এই ম্যাচগুলোর ফলাফলই মৌসুমে রিয়ালের দুর্ভাগ্যের কারণ হয়েছিল। রিয়ালের হারা চার ম্যাচের মধ্যে ২টি ছিল শিরোপার লড়াই।

স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রের ম্যাচ দুটিতে বার্সার কাছে শিরোপা হাতছাড়া করেছে রিয়াল। এরপর লা লিগায় নিজেদের এবং বার্সার মাঠে দুই জায়গাতেই হেরেছিল রিয়াল। এই চারটি হারই রিয়ালের মৌসুমকে ব্যর্থতায় মুড়ে দিয়েছে।

তবে সেই হারের প্রতিশোধের সুযোগ আগামী মৌসুমে পাচ্ছে রিয়াল। যার মধ্যে অন্তত দুটি লড়াইয়ের দিনক্ষণও জানা গেল। লা লিগার প্রকাশিত সূচিই জানিয়েছে আগামী মৌসুমে রিয়াল-বার্সার মুখোমুখি হওয়ার দিন-তারিখ।

আরও পড়ুননতুন রাউলের গোল, শতভাগ সাফল্য নিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল১২ ঘণ্টা আগে

লা লিগার আগামী মৌসুমের সূচি অনুযায়ী এ বছরের ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মুখোমুখি হবে রিয়াল-বার্সা। আর দ্বিতীয় লেগের ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে আগামী বছরের ১০ মে। ক্যাম্প ন্যুতে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে সেই ম্যাচটি খেলবে এই দুই দল।

এল ক্লাসিকোয় গত মৌসুমে ছিল শুধু বার্সা–রাজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হিলি বন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতে জুস রপ্তানি 

প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে জুস রপ্তানি হয়েছে। আকিজ গ্রুপ ও হাসেম ফুড নামে দুটি কোম্পানি এসব জুস রপ্তানি করে।

বুধবার (২ জুলাই) বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে ১০ মেট্রিকটন জুস বোঝাই একটি কাভার্ডভ্যান ভারতে প্রবেশ করে। ভারতের দিপালী এন্টারপ্রাইজ ও সুকন ডিংকস নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব জুস আমদানি করেছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাশেদ ফেরদৌস বলেন, “গত মঙ্গলবার এই বন্দর দিয়ে প্রথম ১০টন জুস রপ্তানি হয়েছে। আজও দুটি প্রতিষ্ঠান জুস রপ্তানি করেছে। আমাদের সাথে আরো কোম্পানি যোগাযোগ করছে বিভিন্ন পণ্য আমরা রপ্তানি করব। গত দুইদিনে দুই ট্রাকে প্রায় ২০ টন অর্থাৎ ২ হাজার কার্টন জুস রপ্তানি করা হয়েছে। যার রপ্তানি মূল্য প্রায় ১৮ হাজার ডলার। এসব যাচ্ছে ভারতের কলকাতায়।”

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, “চলতি বছরের জানুয়ারি থেকে অর্থ বছরের শেষ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারতে কোনো পণ্য রপ্তানি হয়নি। তবে নতুন অর্থ বছরের প্রথমদিন থেকেই ভারতে বেশ কয়টি কোম্পানিতে জুস রপ্তানি করা হচ্ছে। এটা আমাদের দেশের জন্য নিঃসন্দেহে ভালো।”

সম্প্রতি চলতি বছরের গত ১৭ মে বেশকিছু স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দেয় ভারত সরকার। 

তবে হিলি স্থলবন্দর সেই বিধিনিষেধ এর আওতামুক্ত থাকায় বাংলাদেশের কোম্পানিগুলো এই বন্দর দিয়ে এসব পণ্য ভারতে রপ্তানি করছে।

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত নিবন্ধ