শিক্ষার্থীদের যৌন হয়রানি ও হেনস্তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিতে উপাচার্য বরাবর আবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

অভিযুক্ত শিক্ষক ড. আজিজুল ইসলামে ইবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক।

বুধবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে এ আবেদন করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থীরা। 

আরো পড়ুন:

সংবাদমাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সবার সুযোগ নিশ্চিত করতে হবে: জবি উপাচার্য

জবিতে রাত ১০টার পর অবস্থান নিষেধ

আবেদনপত্রে তারা বলেন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষক ড.  আজিজুল ইসলাম তার পেশাগত দায়িত্ব ও নৈতিকতার সীমা অতিক্রম করে ধারাবাহিকভাবে দীর্ঘদিন যাবৎ বিভাগের অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্খিত, অশ্লীল আচরণ করেছেন। এছাড়া নানারকম প্রলোভন দেখিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। প্রলোভনে রাজি না হওয়ায় ছাত্রীদের মানসিকভাবে হেনস্তা ও হুমকি দিয়েছেন।

আরো পড়ুন: তুমি কি জাদু জানো, ছাত্রীকে ইবি শিক্ষক

ক্লাস চলাকালে ও ক্লাসের বাইরে ব্যক্তিগত চেম্বারে ডেকে যেসব হেনস্তা করেছে তা আবেদনপত্রে উল্লেখ করে তারা বলেন, আজিজুল ইসলাম ক্লাসরুমে মেয়েদের দাঁড় করিয়ে তাদের পোশাক, চেহারা, শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করেন। ক্লাসে বিভিন্ন কোর্স পড়ানোর সময় মেয়েদের শারীরিক গঠন ও মেয়েদের শরীরের সংবেদনশীল অঙ্গগুলোকে ইঙ্গিত করে অশালীন ও বিব্রতকর কথা বলতেন। বিবাহিত ও অবিবাহিত ছেলেমেয়েদের ব্যক্তিগত ও বিবাহিত জীবন, স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া নিয়ে বিব্রতকর প্রশ্ন করতেন।

এছাড়া শিক্ষার্থীরা লেখেন, হোয়াটসঅ্যাপ/ম্যাসেঞ্জার/ইমোর মাধ্যমে ভিডিও কলে আসার জন্য ছাত্রীদের জোর করতেন। পাশাপাশি তিনি ছাত্রীদেরকে প্রেমের প্রস্তাব ও প্রেমমূলক বার্তা পাঠান। এভাবে বারবার দিনে ও রাতে ফোনকলের মাধ্যমে ছাত্রীদেব বিরক্ত করতেন এবং রিসিভ না করলে ক্লাসে এসে অপমানজনক কথা বলতেন। কার্যদিবসে (বেশিরভাগ লাঞ্চের পরবর্তী সময়ে) এবং সাপ্তাহিক ছুটির দিনে সান্ধ্যকালীন ক্লাস চলাকালে নিজের চেম্বারে ছাত্রীদের ফোন দিয়ে ডেকে নিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত ও কুপ্রস্তাব দিতেন।

এমনকি, ছুটির দিনে বিভিন্ন ছাত্রীকে ক্যাম্পাসের বাইরে দেখা করে সময় কাটানোর কুপ্রস্তাব দিতেন। এই কুপ্রস্তাবে রাজি না হলে প্রতিশোধপরায়ণ হয়ে ছাত্রীদের কম নাম্বার দিতেন।

আরো পড়ুন: ইবিতে ফের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্তাসহ নানা অভিযোগ

এছাড়া ছাত্রীদেরকে অর্থের প্রলোভন, পরীক্ষার রেজাল্ট ভালো করার প্রলোভন দেখিয়ে তার সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রাখার জন্য জোর করা, মিটিং এর নামে মিথ্যা বলে চেম্বারে ডেকে নেওয়াসহ কুকর্মগুলো যেন ফাঁস না করে সেজন্য রেজাল্ট খারাপ করানোর হুমকি দিতেন বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়েছি। পদ্ধতিগতভাবে আমরা তদন্ত কমিটি করবো। তদন্তের প্রেক্ষিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ব উপ চ র য ইসল ম

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে মোট চারজন নিয়োগ দেওয়া হবে।

১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা:

বিভাগ: রেজিস্ট্রারের অফিস (শিক্ষা-২)

যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সমমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/জিপিএ–৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ–২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

২. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা:

বিভাগ: পরিবহন অফিস

যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম এসএসসি/সমমান পাস হবে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/জিপিএ–৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ–২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। ড্রাইভিংয়ে বিআরটিএর লাইসেন্সধারী হতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

যেভাবে আবেদন
সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে।

আবেদন ফি
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসে এবং ড্রাইভার পদের আবেদনপত্র পরিবহন ম্যানেজার, বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে।

আবেদনের শেষ সময়
২৩ জুলাই ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ

  • চরম ব্যাটিং ধসে বিব্রতকর পরাজয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ