বাংলাদেশের বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর ঋণের সুযোগ বাড়ানো হয়েছে। আগে উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য এসব প্রতিষ্ঠান ১০০ টাকা বিনিয়োগের বিপরীতে ৫০ টাকা ঋণ নিতে পারত। এখন তা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। ফলে দেশীয় উৎস, অর্থাৎ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিদেশি কোম্পানির ঋণের সুযোগ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে উৎপাদন বা সেবা কার্যক্রমে তিন বছর বা তার বেশি সময় ধরে নিয়োজিত আছে, এমন বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো সক্ষমতা আধুনিকায়ন করা বা বিএমআরইয়ের জন্য অভ্যন্তরীণ বাজার থেকে মেয়াদি ঋণ নিতে পারবে। প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণনীতি ও সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলতে হবে। এর মধ্যে একক ঋণগ্রহীতা সীমা এবং ঋণ-মূলধন অনুপাত ৫০: ৫০–এর বেশি না হওয়া অন্যতম।

নতুন নির্দেশনা অনুসারে, এখন বিদেশি মালিকানাধীন ও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর স্থানীয় ঋণ গ্রহণকে সহজ করার জন্য ঋণ-ইকুইটি অনুপাত ৫০: ৫০ থেকে ৬০: ৪০–এ উন্নীত করা হয়েছে। ফলে ১০০ টাকা বিনিয়োগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৬০ টাকা ঋণ নিতে পারবে, এ ক্ষেত্রে প্রতিষ্ঠানকে ৪০ টাকা বিনিয়োগ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এই দেশে তুলনামূলক ভালো করছে। তারা অনেক নতুন প্রযুক্তি ও করপোরেট চর্চার পথিকৃৎ। এখন পুনর্বিনিয়োগের জন্য নিজ দেশ থেকে অর্থ আনাটা চ্যালেঞ্জিং। এ জন্য তাদের ঋণের সুযোগ বাড়ানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য ঋণ ন ত

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ