ড্রেসিরুমে আয়েশ করে কফি খাচ্ছিলেন। হঠাৎ করেই দেখেন ৫ উইকেট নেই! স্কোরবোর্ডের দিকে তাকিয়ে বিশ্বাসই হচ্ছিল না তাসকিন আহমেদের।

প্রায় চার মাস পর মাঠে ফিরে ৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন। তাসকিনের জন্য গতকালের রাতটা হতো সাফল্য উদ্‌যাপনের। কিন্তু ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে পরাজিত দলের প্রতিনিধি হয়ে তিনি যেন কাঠগড়ায়ই দাঁড়িয়ে গেলেন! প্রচণ্ড গরমে লালচে হয়ে ওঠা ঘর্মাক্ত চেহারায় দিলেন ব্যর্থতার স্বীকারোক্তি।

এটাই আসলে খেলা, যেখানে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্য–ব্যর্থতাই আগে আসে। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে কাল শ্রীলঙ্কার ২৪৪ রানের জবাবটা ভালোভাবেই দিতে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এক পর্যায়ে তারা ভেঙে পড়ল তাসের ঘরের মতো। মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে মুহূর্তে বাংলাদেশ ছিটকে যায় ম্যাচ থেকে। শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ৭৭ রানে।

নাজমুল হোসেনের রানআউটের পর টপাটপ উইকেট পড়ে যাচ্ছিল। ফিরে যান থিতু ব্যাটসম্যান ওপেনার তানজিদ হাসানও। তাসকিনের দৃষ্টিতে তখনই আতঙ্ক পেয়ে বসে সবাইকে এবং সে আতঙ্ক থেকেই বিপর্যয়, ‘দুই জন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় কিছুটা আতঙ্ক তো ছড়িয়েছেই। তামিম (তানজিদ) আউটের পর আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এরপর যে আউটগুলো হয়েছে, কিছুটা অপ্রত্যাশিত ছিল। যেভাবে আউট হয়েছি, এতটা বাজে দল আমরা নই। সবারই সামর্থ্য আছে। কিন্তু ওই বিপর্যয়টার জন্যই হেরে গেলাম।’

১ উইকেটে ১০০ রান করেও বাংলাদেশ শেষ ৯ উইকেট হারিয়েছে ৬৭ রানে। তানজিদের ৬১ বলে ৬২ রানের পর মিডল অর্ডারে জাকের আলীর ৬৪ বলে ৫১ রানের ইনিংসেও লক্ষ্যের কাছাকাছি যেতে পারেনি বাংলাদেশ। দল ভালো ব্যাটিং করেনি স্বীকার করেও তাসকিনের আফসোস, ‘আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু এরপর যেটা হয়েছে, ভালো হয়নি। জাকের দারুণ ব্যটিং করেছে। ওর সঙ্গে আরও ব্যাটসম্যান থাকলে আমরা জিততে পারতাম। ভালো ব্যাটিং করতে পারিনি, এটা স্বীকার করতেই হবে। ২–৩ জনের ব্যটিং দেখে মনে হয়নি উইকেট বাজে ছিল। আমাদের ব্যর্থতা আছে।’

পায়ের চোট কাটিয়ে প্রায় চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই যে বোলিং করেছেন, তাতে সন্তুষ্টই হওয়ার কথা তাসকিনের। কিন্তু দল হেরে গেলে আসলে কোনো কিছুতেই সন্তুষ্টি আসে না। নিজের বোলিং নিয়ে বলতে গিয়েও তাই কণ্ঠে হতাশা, ‘ভালো বল করেছি, আরও ভালো করা যেত। তবে দুর্ভাগ্যজনকভাবে ভালো শুরুর পরও ৫ রানে ৭ উইকেট হারানো অপ্রত্যাশিত। এটা হওয়া ঠিক হয়নি।’

প্রেমাদাসার উইকেটে পরে ব্যাট করা দলের হারের দৃষ্টান্ত বেশি। উইকেট এখানে স্পিনারদের বন্ধু হয়ে ওঠে। তবে কাল নিজেদের বাজে পারফরম্যান্সের জন্য সেসবকে অজুহাত করেননি তাসকিন, ‘এখানে লো স্কোরিং ম্যাচ হয় বেশি। পরে ব্যাট করা দলের হারার সম্ভাবনা বেশি থাকে। তারপরও ম্যাচটা আমাদের হাতেই ছিল।’

শুরুতে উইকেট হারিয়েও শ্রীলঙ্কার ইনিংস যেভাবে এগোচ্ছিল, তাতে তাদের রানটা আরও বেশি হওয়াও অস্বাভাবিক ছিল না। সেটি যে হয়নি, তার জন্য তাসকিন কৃতিত্ব দিচ্ছেন বোলারদের, ‘ওদের যে অবস্থা ছিল, তার চেয়ে ৩০–৪০ রান কমে অলআউট করতে পেরেছি।’ এরপরই আবার সেই হতাশা, ‘আশা করছিলাম ৫–৭ ওভার আগেই জিতে যাব। ওই বিপর্যয়টা বড় ক্ষতি করেছে। খুবই দুঃখজনক।’

ক্রিকেটারদের হতাশার দিনে দেশবাসীকে সুখবর দিয়েছে নারী ফুটবল দল। ইয়াঙ্গুনে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। তাদের অভিনন্দন জানিয়ে তাসকিন বলেছেন, ‘আমরা সবাই বাংলাদেশি। যেকোনো খেলায়ই যখন লাল–সবুজ থাকে, তখন আমরা সবাই বাংলাদেশ। তাদের জন্য শুভকামনা। আমরাও আশা করি ভালো কিছু করব।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট হ র র জন য আতঙ ক

এছাড়াও পড়ুন:

স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩

স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৪

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।

গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

বয়সসীমা

১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

http://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি

আবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।

আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে

সম্পর্কিত নিবন্ধ