ভারত-চীন-জাপানে আবার শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
Published: 2nd, July 2025 GMT
ভারত, চীন ও জাপানের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে কোনো দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখলে তাদের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্যতম ভারত ও চীন। এ ছাড়া আগামী সপ্তাহের নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি না হলে জাপানের ওপর ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।
এনডিটিভি জানায়, এরই মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে মার্কিন কংগ্রেসে। সিনেটে উত্থাপিত ওই বিলে প্রস্তাব দেওয়া হয়েছে, রাশিয়ার সঙ্গে কোনো দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখলে তাদের ওপর মোটা অঙ্কের শুল্ক আরোপ করা হবে। মঙ্গলবার সেই বিলে সমর্থন জানান ট্রাম্প। এ ছাড়া সিনেটে ৮৪ জন সমর্থন করেন এই বিল। আগামী আগস্টে বিলটি পাসের জন্য উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি কোনো দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখে, তাহলে সংশ্লিষ্ট দেশ থেকে আমদানি করা পণ্যে ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। শুল্ক আরোপের এই খবর জানান রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।
এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে লিন্ডসে বলেন, আপনি যদি রাশিয়া থেকে পণ্য কেনার পাশাপাশি ইউক্রেনকে সাহায্য না করেন, তাহলে যুক্তরাষ্ট্রে আসা আপনার পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ভারত ও চীন পুতিনের ৭০ শতাংশ তেল কেনে, যা রাশিয়ার যুদ্ধকে সচল রাখে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতে।
বিবিসি জানায়, আগামী সপ্তাহের নির্ধারিত সময়সীমার মধ্যে যদি দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। গত এপ্রিলে ট্রাম্পের লিবারেশন ডের অংশ হিসেবে জাপানের ওপর যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তার চেয়ে এটি অনেক বেশি হবে। এ ছাড়া টোকিওর সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা, সে বিষয়েও ট্রাম্প সন্দেহ প্রকাশ করে চলেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র য ক তর ষ ট র জ প ন র ওপর
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন