নতুন করে জমে উঠেছে ক্লাব বিশ্বকাপের উত্তেজনা! শেষ ষোলো পেরিয়ে এবার শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। যেখানে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের বড় বড় নামগুলো। জমজমাট চারটি ম্যাচে দেখা যাবে ব্রাজিল, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সেরা ক্লাবগুলোর মুখোমুখি সংঘর্ষ। কে উঠবে শেষ চারের মঞ্চে, সেই অপেক্ষায় এখন কোটি ফুটবলপ্রেমী।

কোয়ার্টার ফাইনালে উঠেছে যে দলগুলো:
শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আটটি দল। দলগুলো হলো— রিয়াল মাদ্রিদ, বুরুশিয়া ডর্টমুন্ড, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, আল-হিলাল, ফ্লুমিনেন্স, পালমেইরাস।

এবারের টুর্নামেন্টের অন্যতম বড় চমক এসেছে আল-হিলালের কাছ থেকে। সৌদি ক্লাবটি ইউরোপীয় জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। একইভাবে, জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে তাদের জায়গা। সবশেষ মন্টেইরিকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে রিয়াল মাদ্রিদ।

আরো পড়ুন:

মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ

মন্টেরেইকে হারিয়ে শেষ আটে বরুশিয়া

কোয়ার্টার ফাইনালের সময়সূচি (বাংলাদেশ সময়)
৪ জুলাই: আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স (রাত ১টা),
৫ জুলাই: চেলসি বনাম পালমেইরাস (সকাল ৭টা),
৫ জুলাই: পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ (রাত ১০টা),
৬ জুলাই: রিয়াল মাদ্রিদ বনাম বুরুশিয়া ডর্টমুন্ড (রাত ১টা)।

শেষ ষোলো থেকে বড় যেসব দল বিদায় নিয়েছে:
সাবেক চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি এবং মেসির ইন্টার মায়ামি এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাদের হোঁচট এই আসরকে আরও অনিশ্চিত ও রোমাঞ্চকর করে তুলেছে।

এবার কে হবে চ্যাম্পিয়ন?
কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ শেষে চার দল পা রাখবে সেমিফাইনালে। যা অনুষ্ঠিত হবে ৯ ও ১০ জুলাই। আর ১৪ জুলাই হবে বহু কাঙ্ক্ষিত ফাইনাল। সেই ম্যাচে নির্ধারিত হবে নতুন ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক য় র ট র ফ ইন ল র

এছাড়াও পড়ুন:

অপরাধ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমার বিধান প্রশ্নে রুল

বাল্যবিবাহ নিরোধ আইনের একটি ধারা প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। ধারাটিতে অপরাধ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমা উল্লেখ রয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল দেন।

২০১৭ সালে বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়ন করা হয়। আইনের ১৮ ধারায় অপরাধ আমলে নেওয়ার সময়সীমা সম্পর্কে বলা হয়েছে। ধারাটি বলছে, অপরাধ সংঘটিত হওয়ার দুই বছরের মধ্যে অভিযোগ করা না হলে আদালত ওই অপরাধ আমলে গ্রহণ করবে না।

ওই ধারার বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গত মাসের শেষ দিকে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রুলে অপরাধের অভিযোগ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমা আরোপ–সংক্রান্ত বাল্যবিবাহ নিরোধ আইনের ১৮ ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের দুই সচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং স্বরাষ্ট্রসচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুলের বিষয়টি জানিয়ে আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহের ক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশ তৃতীয় এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে বলে ইউনিসেফের প্রতিবেদনে এসেছে। আইনের ১৮ ধারায় সময়সীমা উল্লেখ করে দুই বছরের মধ্যে মামলা না করতে পারলে কোনো আদালত অপরাধ আমলে গ্রহণ করতে পারবে না বলা হয়েছে। অর্থাৎ বিচার করতে পারবে না। যে মেয়েটির ১১–১২ বছরে বিয়ে হয় তারপক্ষে দুই বছরের মধ্যে মামলা করা সব সময় সম্ভব না–ও হতে পারে। তখন সে নিজেই শিশু। দুই বছর পর আদালত বিচার করতে পারবে না এবং সময়সীমা আইনে বেঁধে দেওয়া সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থী—এমন সব যুক্তিতে রিটটি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • অপরাধ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমার বিধান প্রশ্নে রুল
  • ট্রাম্প কি রাজার শাসন চালাচ্ছেন