যশোরে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের উদ্যোগে প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল হয়েছে। 

বুধবার বিকেলে যশোর টাউন হল ময়দানে সমাবেশ শেষে সন্ধ্যায় মশাল মিছিল বের হয়।

সমাবেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা, রাখাইনে মানবিক করিডোরের নামে দেশ বিক্রির চক্রান্ত দেশপ্রেমিক জনতা মেনে নেবে না। পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য বিনষ্ট, ভাস্কর্য ও বাউল আখড়ায় হামলা, শাহজাদপুর রবিঠাকুরের কাছারি বাড়ি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে দেশে সাম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করার চেষ্টা করছে। এসব ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। উপরন্তু বন্দর ইজারা, মানবিক করিডোর বা মব সন্ত্রাস নিয়ে তাদের বক্তব্য জাতিকে আশাহত করেছে। 

নেতারা দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে এবং সাম্রাজ্যবাদীদের বিষদাঁত উপড়ে ফেলতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন যশোরের আহ্বায়ক মাহমুদ হাসান বুলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন– বাম জোটের প্রতিনিধি শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সংস্কৃতিজন বাসুদেব বিশ্বাস, জুলাই আন্দোলনের নেতা ইমরান খান প্রমুখ। সভা পরিচালনা করেন উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান হিরু।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: আইটি অফিসার

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।

প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমা

সর্বোচ্চ ৪০ বছর।

বেতন–ভাতা

আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগে

আবেদনের ঠিকানা

পরিচালক,

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ

১৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ