চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার শাহ্ মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রব দফাদার ও তার ছেলে সায়েম তপদার।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আব্দুর রব বাড়ির কাছে রেললাইনের পাশের জমিতে পাট জাগ দিতে যান। এ সময় জমির ওপর দিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে নেওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। একপর্যায়ে সেই তারে জড়িয়ে পড়েন আব্দুর রব। পরে বাবাকে বাঁচাতে এসে সিয়ামও বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

আরিফুলকে হত্যা করে তারই ২ বন্ধু: পুলিশ

নরসিংদীতে ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, ‘‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অমরেশ/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত

এছাড়াও পড়ুন:

মারা গেছেন কণ্ঠশিল্পী জীনাত রেহানা

প্রখ্যাত কণ্ঠশিল্পী জীনাত রেহানা আর নেই। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

জীনাত রেহানার পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার গুলশান আজাদ মসজিদে জোহরের নামাজের পর প্রথম জানাজা ও বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

১৯৬৪ সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন জীনাত রেহানা। মাত্র চার বছর পর ১৯৬৮ সালে বেতারে প্রচারিত হয় তাঁর কণ্ঠে গাওয়া অমর গান ‘সাগরের তীর থেকে’। গানটি শ্রোতাদের হৃদয়ে এতটাই দাগ কাটে, এখনও সেটি মানুষের মুখে মুখে ফেরে। ১৯৬৫ সালে তিনি টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। যার মধ্যে উল্লেখযোগ্য ‘একটি ফুল আর একটি পাখি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘মনে রেখো’। জীনাত রেহানা আধুনিক গানের পাশাপাশি আধ্যাত্মিক সংগীত ও শিশুতোষ গানেও সমান পারদর্শী ছিলেন। তাঁর কণ্ঠের কোমলতা ও আবেগ ছুঁয়ে গিয়েছিল প্রজন্মের পর প্রজন্ম। তাঁর এই চিরবিদায়ে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা গানের ইতিহাসে জীনাত রেহানার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 

সম্পর্কিত নিবন্ধ