তিন প্রাথমিক বিদ্যালয়ে চুরি, পাঠদান ব্যাহত
Published: 3rd, July 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জে কয়েক মাসের ব্যবধানে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আলমারি ভেঙে প্রজেক্টর, ল্যাপটপ, প্রিন্টার মেশিন, মাইক সেট, পিতলের ঘণ্টাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এতে গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র খোয়া যাওয়ার পাশাপাশি বিদ্যালয়ের পাঠদানেও ব্যাঘাত ঘটছে।
গত শনিবার রাতে উপজেলার বারবাজার ইউনিয়নের ৯৮ নম্বর মহিষাটি সরকারি প্রথমিক বিদ্যালয়ে চুরি হয়। চোরেরা গভীর রাতে প্রধান শিক্ষকের অফিসকক্ষের আলমারি ভেঙে প্রজেক্টর, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।
সহকারী শিক্ষক গীতা রানী জানান, তিনি গত রোববার সকালে বিদ্যালয়ে এসে দেখেন মূল ভবনের গ্রিলের ও প্রধান শিক্ষকের অফিসকক্ষের তালা ভাঙা। অফিসের আলমারি ভেঙে জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় পরদিন থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও তা উদ্ধার বা চোরচক্রের কেউ গ্রেপ্তার হয়নি।
এর আগে গত ২৫ মে উপজেলার মালিয়াট ইউনিয়নের শশারপাড়া ভিটেখোলা প্রাথমিক বিদ্যালয়ে দিনের বেলাতেই চুরির ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে সব শিক্ষক বিদ্যালয়ের দ্বিতল ভবনে ক্লাস নিতে যান। তিনি ঘণ্টাখানেক পর ক্লাস শেষে এসে দেখেন অফিসকক্ষে রাখা ল্যাপটপটি নেই। এ ঘটনায় পরদিন থানায় লিখিত অভিযোগ করেছেন তারা। পুলিশ এখনও কিছু জানায়নি।
গত ফেব্রুয়ারি-মার্চে প্রাথমিক বিদ্যালয়ে ৪০ দিনের ছুটি চলাকালে কোলা ইউনিয়নের খড়িকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ অর্থসহ ল্যাপটপ, প্রজেক্টর, মডেম, ওয়াইফাই, রাইস কুকার, তৈজসপত্র এমনকি জানালার পর্দাও নিয়ে যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছাদুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাননি তারা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হওয়ায় পাঠদানের পাশাপাশি সরকারি কাজ ব্যাহত হচ্ছে। ৩০ জুন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করেছেন।
থানার ওসি শফিকুল ইসলাম এক সপ্তাহ আগে এখানে যোগ দেন। তিনি দ্রুতই চোরচক্রকে আটক ও জিনিসপত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
কালীগঞ্জের ইউএনও দেদারুল ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা তিনি জেনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ ন ইদহ জ ন সপত র চ র র ঘটন উপজ ল সরক র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন