তিন প্রাথমিক বিদ্যালয়ে চুরি, পাঠদান ব্যাহত
Published: 3rd, July 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জে কয়েক মাসের ব্যবধানে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আলমারি ভেঙে প্রজেক্টর, ল্যাপটপ, প্রিন্টার মেশিন, মাইক সেট, পিতলের ঘণ্টাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এতে গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র খোয়া যাওয়ার পাশাপাশি বিদ্যালয়ের পাঠদানেও ব্যাঘাত ঘটছে।
গত শনিবার রাতে উপজেলার বারবাজার ইউনিয়নের ৯৮ নম্বর মহিষাটি সরকারি প্রথমিক বিদ্যালয়ে চুরি হয়। চোরেরা গভীর রাতে প্রধান শিক্ষকের অফিসকক্ষের আলমারি ভেঙে প্রজেক্টর, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।
সহকারী শিক্ষক গীতা রানী জানান, তিনি গত রোববার সকালে বিদ্যালয়ে এসে দেখেন মূল ভবনের গ্রিলের ও প্রধান শিক্ষকের অফিসকক্ষের তালা ভাঙা। অফিসের আলমারি ভেঙে জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় পরদিন থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও তা উদ্ধার বা চোরচক্রের কেউ গ্রেপ্তার হয়নি।
এর আগে গত ২৫ মে উপজেলার মালিয়াট ইউনিয়নের শশারপাড়া ভিটেখোলা প্রাথমিক বিদ্যালয়ে দিনের বেলাতেই চুরির ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে সব শিক্ষক বিদ্যালয়ের দ্বিতল ভবনে ক্লাস নিতে যান। তিনি ঘণ্টাখানেক পর ক্লাস শেষে এসে দেখেন অফিসকক্ষে রাখা ল্যাপটপটি নেই। এ ঘটনায় পরদিন থানায় লিখিত অভিযোগ করেছেন তারা। পুলিশ এখনও কিছু জানায়নি।
গত ফেব্রুয়ারি-মার্চে প্রাথমিক বিদ্যালয়ে ৪০ দিনের ছুটি চলাকালে কোলা ইউনিয়নের খড়িকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ অর্থসহ ল্যাপটপ, প্রজেক্টর, মডেম, ওয়াইফাই, রাইস কুকার, তৈজসপত্র এমনকি জানালার পর্দাও নিয়ে যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছাদুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাননি তারা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হওয়ায় পাঠদানের পাশাপাশি সরকারি কাজ ব্যাহত হচ্ছে। ৩০ জুন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করেছেন।
থানার ওসি শফিকুল ইসলাম এক সপ্তাহ আগে এখানে যোগ দেন। তিনি দ্রুতই চোরচক্রকে আটক ও জিনিসপত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
কালীগঞ্জের ইউএনও দেদারুল ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা তিনি জেনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ ন ইদহ জ ন সপত র চ র র ঘটন উপজ ল সরক র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫