ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ জনকে নিয়ে ডুবল ফেরি, ৪ মরদেহ উদ্ধার
Published: 3rd, July 2025 GMT
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে উত্তাল সাগরে ৬৫ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। উদ্ধারকারীরা এখনো নিখোঁজ থাকা ৩৮ জনকে উদ্ধারে রাতভর কার্যক্রম চালিয়েছেন। এএফপির প্রতিবেদনের তথ্য, এ ঘটনায় অন্তত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডুবে যাওয়া ফেরির নাম কেএমপি তুনু প্রাতামা জায়া। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানায়, গতকাল বুধবার দিন শেষে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রায় আধঘণ্টার মাথায় উত্তাল সাগরে ফেরিটি ডুবে যায়।
বিবৃতিতে বলা হয়েছে, ফেরিটি কেতাপাং বন্দর থেকে ৫০ কিলোমিটার বা প্রায় ৩০ মাইল দূরের বালির গিলিমানুক বন্দরে যাচ্ছিল। এ সময় ফেরিতে ৫৩ জন আরোহী ও ১২ জন ক্রু ছিলেন। ১৪টি ট্রাকসহ যানবাহন ছিল ২২টি।
পূর্ব জাভার বানয়ুওয়াঙ্গি শহরের পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা এএফপিকে বলেন, ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা উত্তাল সাগরে ভেসে থাকায় অনেকেই জ্ঞান হারিয়েছিলেন।
রাতভর উদ্ধারকাজে ৯টি নৌকা অংশ নিয়েছে। তবে ঘন অন্ধকারে সাড়ে ৬ ফুট উচ্চতার ঢেউয়ের সঙ্গে লড়াই করে কার্যক্রম চালিয়ে যেতে হয়েছে উদ্ধারকর্মীদের।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ