অনেকেই পেটিএম বা গুগল পে-এর মাধ্যমে পরিষেবার দাম দিয়ে থাকেন। দ্রুত পেমেন্টের আশায় ক্রেতা-বিক্রেতা ই-পেমেন্টের ওপর নির্ভর করেন। দীর্ঘদিন ধরে চলে আসা এমন সিস্টেমে এবার প্রতারণার উদ্দেশ্যে নিজেদের অভিনব কৌশল বুনেছে সাইবার অপরাধী চক্র। লিখেছেন সাব্বিন হাসান
সারাবিশ্বে কিউআর কোড নিয়ে প্রতারণা চক্র সরব। সময় এসেছে নতুন ফন্দির বিষয়ে সবার সজাগ হওয়ার। বিশেষ বিপদে আছেন ব্যবসায়ীরা। কিছুদিন আগে ভারতের দিল্লিতে ঘটে যাওয়া ঘটনা সাইবার বিশেষজ্ঞদের নতুন করে ভাবিয়ে তুলেছে। বিপুল পরিমাণ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন– এমন অভিযোগ বাড়ছে তো বাড়ছেই, যা এখন শঙ্কায় রূপ ধারণ করেছে।
যা কিছু দৃশ্যমান
সারাবিশ্বে কমবেশি সব দেশেই এমন প্রতারণার ঘটনা হরহামেশা ঘটছে। চক্রটি প্রথমে লক্ষ্য নির্ধারণ করে। সাইবার জগতে দক্ষদের চাকরিতে নিয়োজিত করে। তার পর চলে বিশেষ প্রশিক্ষণ। নিয়োগপ্রাপ্তদের বাইক কিনে দেওয়া হয়। ওই যুবকদের কাজ ছিল পেট্রোল পাম্প ঘুরে ঘুরে কিউআর কোডের মাধ্যমে যারা টাকা পেমেন্ট করছে, তাদের শনাক্ত করা। রাতের অন্ধকারে সুযোগ বুঝে সেসব কিউআর কোডের ওপর নিজেরাই কাগজ প্রতিস্থাপন করে। পরের দৃশ্যে একাধিক যুবক ভিড়ের সময়ে বাইক নিয়ে ওই সব পাম্পে গিয়ে হাজির। ফুলট্যাঙ্ক তেল নিয়ে টাকা পেমেন্ট করে ওই স্ক্রিনশট পাম্পের কর্মীদের দেখাচ্ছে।
স্ক্যানিং করার আগে.
চারপাশে যেখানে-সেখানে কিউআর দেখে অনেকেই খেয়াল না করে আকর্ষণীয় সুবিধা নিতে হুটহাট কোড স্ক্যান করে ফেলছি। বাড়ি বা জমির বিজ্ঞাপন হোক, নিছক রাস্তার ধারের চায়ের দোকান, নামি ব্র্যান্ডের জামাকাপড় হোক বা মোবাইল বা নতুন কিছু জানতে– সবকিছুই সাধারণ অভ্যাসে জায়গা করে নিয়েছে কিউআর পদ্ধতি। সারাবিশ্বে করোনার সময় থেকেই জীবনের প্রতি পদে ‘কিউআর’ কোডের বিস্তৃতি ও গ্রহণযোগ্যতা দারুণভাবে জনপ্রিয় হয়েছে।
যত্রতত্র কিউআর কোড স্ক্যান করতে গিয়ে অনেকে না বুঝেই পা ফেলছি কঠিন প্রতারণার ফাঁদে। কিউআর কোড কেমন, সেটি যাচাই-বাছাই না করেই স্ক্যান করে ফেলছি। হুট করে হয়তো নিজের অ্যাকাউন্ট থেকে টাকা বেহাতের ঘটনাও সামনে আসছে। চারপাশে এমন ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে।
কী করা অনুচিত
বিশেষ কোনো প্রতিষ্ঠানের নাম করে যদি কোনো বিজ্ঞাপন দিয়ে আরও বিস্তারিত জানার জন্য কিউআর কোড স্ক্যান করার কথা বলা হয়, তাহলে ভালো করে তা যাচাই-বাছাই করে নিন, বিজ্ঞাপনটি আদৌ কতটা সঠিক। পুরোপুরি নিশ্চিত হতে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট বা গ্রাহক সেবার সুনির্দিষ্ট নম্বরে গিয়ে খোঁজ নিন বিজ্ঞাপনী ঘোষণা আসল কিনা। কিউআর কোড স্ক্যান করার সময় অবশ্যই দেখে নিন যেসব ইউআরএলে প্রবেশ করছেন, সেটি https:// দিয়ে শুরু হয়েছে কিনা। না হলে লিঙ্কটি সুরক্ষিত না হওয়ার আশঙ্কা বেশি।
যা বিবেচনা করবেন
অপরিচিত কারও সঙ্গে, যাকে সামনে দেখতে পাচ্ছেন না, এমন কারও সঙ্গে কিউআর কোড স্ক্যান করে টাকা বিনিময়ের প্রয়োজন হলে অন্যদিকে থাকা ব্যক্তিকে কিউআর কোড স্ক্যানের বদলে অনলাইন ব্যাংকিং বা নির্দিষ্ট ফোন নম্বরে বিকল্প মাধ্যমে অর্থ বিনিময়ের প্রস্তাব দেবেন। কিন্তু অন্যদিকে থাকা অপরিচিত ব্যক্তিটি যদি কিউআর
কোড স্ক্যান করার ব্যাপারে নাছোড়বান্দা হন, তাহলে সতর্ক হওয়া উচিত। ঘটনাচক্রে অনেক সময় নিজে কারও কাছ থেকে পাওনা টাকা চাইলে
তিনি কিউআর কোড পাঠিয়ে স্ক্যান করতে বলতে পারেন। এমন ক্ষেত্রেও সরাসরি অনলাইন ব্যাংকিং বা নিজের ফোন নম্বরে ডিজিটাল মাধ্যমে লেনদেন করা শ্রেয়।
কিউআর কোডে আগ্রহী কেন?
অনেক সময় দৃশ্যমান হয়, পাওনা টাকা হাতে পাওয়ার জন্য হয়তো কোনো কিউআর কোড স্ক্যান করলেন, তাতে টাকা তো পেলেনই না; বরং নিজের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটল। এমন ক্ষেত্রে যদি যৎসামান্য টাকাও খোয়া যায়, তাহলে দ্রুত নিজের ব্যাংকে বিষয়টি অবহিত করবেন। আবার অনেক সময় সরাসরি টাকা না হাতিয়ে কিউআর কোডের আড়ালে নিজের স্মার্টফোন বা গ্যাজেটে ম্যালওয়্যার প্রবেশের প্রচেষ্টা চলে। তাই যে কোনো জায়গায় যে কোনো কিউআর কোড স্ক্যান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা। নিজের ডিভাইসের স্ক্যানার বা অপারেটিং সিস্টেম (ওএস) নিয়মিত আপডেট রাখবেন। কারণ, আপডেট না করলে সিকিউরিটি ফিচার সমসাময়িক বিষয় থেকে পিছিয়ে যায়। তখন সাইবার চক্রের আক্রমণের পথ সহজ হয়ে যায়।
নিজের ব্যবহৃত ডিভাইস বা গ্যাজেটে ব্যাংকিং বা অনলাইন ট্রানজেকশন অ্যাপ যুক্ত থাকলে সেগুলো টু-ফ্যাক্টর অথেন্টিকেশন পরিষেবার আওতায় নিয়ে আসবেন। ফলে কিউআর কোড স্ক্যান করতে গিয়ে বিশেষ কারণে ডিভাইস হ্যাক হলেও দ্রুত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হবে না।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বেইজিংয়ে ড. ইউনূসকে রাজকীয় সংবর্ধনা
চারদিনের চীন সফরের দ্বিতীয় দিনে বোয়াও শহরে ব্যস্ততম দিন পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেশ কয়েকটি প্রোগ্রাম অংশ নিয়ে চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বেইজিং এসে পৌঁছেছেন।
এ সময় প্রধান উপদেষ্টাকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা অভ্যর্থনা জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে বেইজিংয়ে পৌঁছেছেন। সেখানে প্রধান উপদেষ্টাকে রাজকীয় লাল গালিচা সংবর্ধনা দিয়েছে চীন। চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।
শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন।
এদিকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। এরপর বেলা পৌনে ১২টার দিকে প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশগ্রহণ করবেন।
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব- এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন।
বৈঠককালে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।