কর্মসংস্থান চান আমিরাতফেরত প্রবাসীরা
Published: 8th, February 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে আন্দোলন করে গ্রেপ্তার ও দণ্ডের শিকার হয়ে আমিরাতফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাৎ চেয়েছেন। সেইসঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা ও পাসপোর্ট থেকে নো-এন্ট্রি তুলে নেওয়াসহ ৬ দফা দাবি জানিয়েছেন তারা। দাবি না মানলে তারা আগামীকালের পর ‘রেমিট্যান্স শাটডাউন’ করার হুমকিও দেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ক্ষতিগ্রস্ত প্রবাসীরা।
আমিরাতফেরত প্রবাসীরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে মিছিল করেন তারা। আমিরাতের আওয়ামী লীগ নেতারা মিছিলের সঙ্গে সম্পৃক্তদের তালিকা তৈরি করে দেশে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠায়।
আমিরাতফেরত খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা দেশের মানুষের সঙ্গে একাত্মতা করে ওখানে আন্দোলন করেছিলাম। আজ দেশে এসে মানবেতর জীবনযাপন করছি। প্রবাসী আমিনুল ইসলাম বলেন, প্রবাসীরা হাইকমিশনের কোনো সাহায্য পান না। হাইকমিশন ও সেখানকার আওয়ামী লীগের তথ্যে আমরা গ্রেপ্তার হয়েছিলাম।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম র ত
এছাড়াও পড়ুন:
চলচ্চিত্র পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের দশম গ্রেডের চলচ্চিত্র পরিদর্শক পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলচ্চিত্র পরিদর্শক পদে অনলাইনে আবেদনকারী ৩৩৪ প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন ভবনে পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।
উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কাটাকাটি করলে, উত্তরপত্রে ফ্লুইড লাগালে প্রার্থিতা বাতিল হবে।
হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও নামের পাশে ছবি এবং প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি এবং স্বাক্ষর মিলিয়ে দেখা হবে, মিল না থাকলে প্রার্থীকে বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।