স্বামী–সন্তান রেখে শুধু প্রেমের টানেই কি দেশ ছেড়েছিলেন সোনালী দাশগুপ্ত
Published: 12th, February 2025 GMT
নয়াবাস্তববাদী সিনেমার কল্যাণে দুনিয়াজুড়ে তখন পরিচিত এক নাম রবার্তো রসেলিনি। একই সঙ্গে তিনি হলিউড অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের স্বামী, যাঁর অভিনয় আর রূপে মুগ্ধ সারা বিশ্ব। সেই রবার্তোই ভারতে একটা ছবির কাজ করতে এসে এক বাঙালি গৃহবধূর প্রেমে পড়লেন! ২৭ বছর বয়সী এই তরুণীর নাম সোনালী দাশগুপ্ত, স্বামী চিত্রপরিচালক হরিসাধন দাশগুপ্ত। তাঁদের দুই শিশুসন্তান—রাজা ও অর্জুন। সেই সময়ে কলকাতা থেকে রোম, হলিউড থেকে বলিউড—সর্বত্র দারুণ আলোড়ন তুলেছিল এই সাহসী প্রেম। ১৯৫৭ সালে বিশ্ব মিডিয়ায় প্রায় নিয়মিত ছাপা হতো এই ‘নিষিদ্ধ’ প্রেমাখ্যান। যে ঘটনায় জড়িয়ে পড়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও তাঁর কন্যা ইন্দিরা গান্ধী পর্যন্ত।
রবার্তোর ভারতযোগজওহরলাল নেহরুর নেতৃত্বে ভারত তখন ব্রিটিশ বিদায়ের এক দশক পালনের প্রস্তুতি নিচ্ছে। তারই অংশ হিসেবে ভারত নিয়ে ছবি বানাতে ১৯৫৬ সালের শেষ দিকে ভারতে আসেন রবার্তো রসেলিনি। রবার্তোর নয়াবাস্তববাদী (নিওরিয়েলিজম) সিনেমা তখন সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। বিশেষ করে যুদ্ধ নিয়ে তাঁর ট্রিলজি ‘রোম, ওপেন সিটি,’ ‘পায়সান’ ও ‘জার্মানি, ইয়ার জিরো’র কল্যাণে তাঁকে বিশ্বের শ্রেষ্ঠ পরিচালকদের একজন বলা হচ্ছে। আর রসেলিনি ভারতে আসার কয়েক বছর আগেই ১৯৫২ সালে ভারতে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও হয়ে গেছে। এই প্রথম ভারতীয় সিনেমাপ্রেমীরা এক নতুন ধারার সিনেমা দেখলেন। যেখানে রবার্তো রসেলিনির ট্রিলজি ছাড়াও ডি সিকার ‘বাইসাইকেল থিভস’–এর মতো সিনেমা দেখার সুযোগ পান ভারতীয় সিনেমাপ্রেমীরা।
ভারতের বেনারসে জন্ম নেওয়া বাঙালি কন্যা সোনালী রসেলিনির জীবনটা ছিল রোমাঞ্চে ভরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কক্সবাজারে খাল থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলায় নিখোঁজের পর দিন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত কামাল হোসেন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
নিহতের স্বজন লুৎফুর রহমান কাজল জানান, কামাল হোসেন সোমবার (৭ জুলাই) রাত ১১টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মনখালী খালে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় স্বজনরা মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করেন।
আরো পড়ুন:
কলাবাগানে বাথরুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্রীপুরে পাঁচ কবর থেকে কঙ্কাল চুরি
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা, কীভাবে হত্যা করেছে, এ ব্যাপারে তদন্ত চলছে।
ঢাকা/তারেকুর/বকুল