ইসরায়েলি বিমানবন্দর ও মার্কিন রণতরী লক্ষ্য করে হুতিদের হামলা
Published: 27th, March 2025 GMT
ইরান-সমর্থিত হুতিরা ইসরায়েলি বিমানবন্দর ও সামরিক স্থাপনার পাশাপাশি একটি মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার হুতিদের পক্ষে এ দাবি করা হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, হুতিরা তেল আবিবের দক্ষিণে ‘বেন গুরিওন বিমানবন্দরে... একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে.
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, ‘ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে’ ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
ইয়াহিয়া সারি বলেছেন, বিদ্রোহীরা “লোহিত সাগরে শত্রুপক্ষের যুদ্ধজাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছিল, যার মধ্যে আমেরিকান বিমানবাহী রণতরী (ইউএসএস হ্যারি এস) ট্রুম্যানও ছিল। আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েয়ছে।”
১৫ মার্চ যুক্তরাষ্ট্র হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে ‘বৃহৎ পরিসরে অভিযান’ শুরু করে। গাজা যুদ্ধের জেরে বিদ্রোহীরা পুনরায় আক্রমণ শুরু করার হুমকি দেওয়ার পর ওয়াশিংটন লোহিত সাগর এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ জাহাজ রুটে জাহাজের উপর গুলি চালানো বন্ধ না করা পর্যন্ত হুতিদের ওপর ব্যাপক শক্তি প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দিনের শুরুতেই সাফল্য এনে দিলেন নাহিদ রানা
সিলেট টেস্টের প্রথম দিনে শুধু হতাশাই সঙ্গী ছিল বাংলাদেশের। ব্যাট হাতে ১৯১ রানে অলআউট হওয়ার পর বল হাতে কোনো সাফল্য না পেয়ে দিন শেষ করে তারা। ১০ উইকেট হাতে নিয়ে ৬৭ রান তুলে জিম্বাবুয়ে প্রথম দিনটা একেবারে নিজেদের করে নেয়।
বৃষ্টিভেজা সিলেটের আকাশে সকাল থেকে ছিল মেঘের আনাগোনা। তবু সময়মতোই শুরু হয় খেলা। বল হাতে শুরুটা থেকেই আক্রমণাত্মক ছিলেন নাহিদ। দিনের তৃতীয় ওভারেই ফল পেলেন তিনি।
জিম্বাবুয়ের ওপেনার বেন কারেনকে ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলালেন টাইগার শিবির। রানার দুর্দান্ত এক শর্ট বলে গা বাঁচাতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে দেন কারেন। ৫৫ বল মোকাবিলা করে ১৮ রান করে ফিরে যান তিনি। ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে। ক্রিজে রয়েছেন ব্রায়ান বেনেট ও নতুন ব্যাটার নিকোলাস ওয়েলচ।