Risingbd:
2025-05-03@23:53:44 GMT

স্ক্যাবিস কেন ভালো হচ্ছে না 

Published: 3rd, May 2025 GMT

স্ক্যাবিস কেন ভালো হচ্ছে না 

স্ক্যাবিস এক ধরণের শুষ্ক চুলকানি। এর জন্য এক ধরনের পোকা দায়ী। চিকিৎসকেরা বলছেন, এটি একটি ছোঁয়াচে রোগ। যা একজনের থেকে অন্য অনেকের শরীরে ছড়াতে পারে। ওষুধ ব্যবহার ও সেবনের পরেও স্ক্যাবিস দূর হচ্ছে না বলে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। কিন্তু কেন স্ক্যাবিস সারছে না, জানেন? চিকিৎসকেরা বলছেন, শুধুমাত্র একটি ভুলের কারণে ওষুধ ব্যবহার ও সেবন করার পরেও স্ক্যাবিস দূর করা সম্ভব হচ্ছে না। কি সেই কারণ এবং এই রোগের লক্ষণ কি কি—চলুন জানা যাক।

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.

আনজিরুন নাহার আসমা এমবিবিএস, ডিডিভি, এফসিপিএস একটি পডকাস্টে বলেন, ‘‘স্ক্যাবিস হলে সারা শরীরে ছোট ছোট গুটি দেখা যায়। এবং সারা শরীরে চুলকায়। শরীরের বিশেষ বিশেষ জায়গায় গুটি বা দানা দেখা দেয়। শরীরের যে জায়গাগুলোতে ভাঁজ রয়েছে, সেই জায়গাগুলো বেশি আক্রান্ত হয়। বাচ্চাদের ক্ষেত্রে হাতের তালুতে কিংবা মুখে গুটি দেখা দিতে পারে। এমনকি মাথার তালুতেও দেখা যেতে পারে স্ক্যাবিস।’’

পরিবারের একজন যদি আক্রান্ত হন তাহলে পরিবারের অন্য সদস্যরা এই রোগে আক্রান্ত হতে পারেন বলে জানান এই চিকিৎসক। 

আরো পড়ুন:

‘ব্যায়াম করে ওজন কমাতে চাইলে ব্রেন চাপ অনুভব করে’

পিত্তথলিতে বালু হলে কী করবেন

ডা. আনজিরুন নাহার আসমা বলেন, ‘‘ এই রোগের জন্য দায়ী ‘সারকপটিস স্কেবিয়া’ পোকা। এই ছোট পোকা খালি চোখে দেখা যায় না। এটি যদি কারও পরিবারের একজনের শরীরে আসে তারপর আস্তে আস্তে ওই পরিবারের অন্য সদস্যদেরও আক্রান্ত করতে পারে। অনেকেই দেখা যায় যে, একটি ছাত্রাবাসে থাকেন, কিংবা বোডিং স্কুলে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে, একই সাথে যারা এক রুমে থাকছেন তারা একই সঙ্গে এই রোগে আক্রান্ত হচ্ছেন। ’’

দীর্ঘদিন এই রোগের চিকিৎসা গ্রহণ করার পরেও এই রোগ ভালো নাও হতে পারে। এমনটাই জানিয়েছেন ডা. আনজিরুন নাহার আসমা। তিনি বলেন, ‘‘আক্রান্তদের আমরা সাধারণত ব্যবহার করার জন্য ওষুধ ‍দিয়ে থাকি। এছাড়া খাবার ওষুধও দেই। যখন আমরা এই রোগের ওষুধ প্রয়োগ করতে বলি, তখন আমরা রোগীকে বলে দেই তার সংস্পর্শে যারা আছেন এবং তার পরিবারের সবাইকে একইভাবে, একই নিয়মে এই ‍ওষুধ পরিমাণমতো ব্যবহার করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, পরিবারের যে কয়জনের শরীরে চুলকানি শুধু সেই কয়জনই এই ওষুধ ব্যবহার করছেন, বাকিরা করছেন না।  সবাই একসঙ্গে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ ব্যবহার না করাই স্ক্যাবিস ভালো না হওয়ার একমাত্র কারণ। আক্রান্ত ব্যক্তির পরিবারের প্রত্যেক ব্যক্তিকে ওষুধ ব্যবহার করতে হবে। যদি একজনও ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকেন তাহলে দেখা যাবে ওই ব্যক্তির মাধ্যমে অন্যরা আবার আক্রান্ত হচ্ছেন।’’

উল্লেখ্য, যদি স্ক্যাবিস বার বার হয়, তাহলে বুঝতে হবে এই ছোট পোকাটি বা জীবাণুটি আপনার বাসা থেকে দূর হচ্ছে না। কিংবা আপনি যাদের সাথে চলাফেরা করছেন হয়তো তাদের কারও শরীরে এই রোগের জীবাণু রয়েছে। স্ক্র্যাবিস দূর করতে হলে, একই পরিবারের প্রত্যেকে একসঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে। 

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ ক ৎসক র এই র গ র পর ব র র র করত

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট শুরু, আলোচনায় জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যসেবা ইস্যু

অস্ট্রেলিয়ার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এক কোটি ৮০ লাখ ভোটার। এ নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এর বামপন্থী অস্ট্রেলিয়ান লেবার পার্টি পুনরায় জয়ের চেষ্টা করছে। আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন পিটার ডাটনের নেতৃত্বাধীন কনজারভেটিভ লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন।

নির্বাচনে বড় ইস্যু: এবারের নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে জীবনযাত্রার ব্যয়। এছাড়া স্বাস্থ্যসেবা ও আবাসন ব্যয় নিয়েও ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। নির্বাচনের আনুষ্ঠানিক ফল আসতে কয়েক দিন, এমনকি সপ্তাহও লেগে যেতে পারে। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই দেশটির ইলেকটোরাল কমিশন অনানুষ্ঠানিক প্রাথমিক ফল ঘোষণা শুরু করবে। মূলত এই প্রাথমিক ফল থেকেই ধারণা পাওয়া যাবে যে কে দেশটির পরবর্তী সরকার গঠন করবেন।

নির্বাচনে শুধু অস্ট্রেলিয়াতেই ভোটগ্রহণ হচ্ছে না, বরং বিদেশে থাকা দেশটির ভোটাররা যেন ভোট দিতে পারেন, সেজন্য ৮৩টি দেশে ১১১টি কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে বলে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে। এর মধ্যে বার্লিন, হংকং, লন্ডন ও নিউইয়র্কে বিপুল সংখ্যক অস্ট্রেলিয়ানের বসবাস রয়েছে।

দেশটির ভোটারদের জন্য ভোট দেয়ার কিছু বাধ্যবাধকতা রয়েছে। ১৮ বছর বয়সী সবার জন্য ভোট দেয়া বাধ্যতামূলক। কেউ ভোট দিতে ব্যর্থ হলে তাকে ১৩ ডলার জরিমানা গুনতে হবে। প্রতিনিধি পরিষদের ১৫০টি আসনের সবকটিতেই এবং সিনেটের ৭৬টির মধ্যে ৪০টি আসনে আজ নির্বাচন হচ্ছে।

দেশটিতে প্রধান রাজনৈতিক দল দুটি: অস্ট্রেলিয়ান লেবার পার্টি এবং রক্ষণশীল লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন। কোনও দলের সরকার গঠনের জন্য প্রতিনিধি পরিষদের অন্তত ৭৬টি আসন পেতে হবে। সেটি সম্ভব না হলে দলগুলো বিজয়ী স্বতন্ত্র প্রার্থী বা ছোট দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করতে পারে।

দেশটিতে কয়েক দশক ধরেই রাজ্য ও ফেডারেল সরকার নির্বাচনে ছোট দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট ক্রমাগত বাড়ছে। ২০২২ সালের নির্বাচনে প্রতি তিনজন ভোটারের একজন দুই প্রধান রাজনৈতিক দলের বাইরে অন্যদের ভোট দিয়েছিলেন। লেবার, দ্যা লিবারেল, দ্যা ন্যাশনালস এবং দ্যা গ্রিন মোটামুটি আলোচনায় থাকে। যদিও আসলে ১২টি দল সিনেটে আর আটটি দল প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্ব করে থাকে।

সিনেটর পলিন হানসন ১৯৯৭ সালে ডানপন্থী হিসেবে পরিচিত ওয়ান ন্যাশন পার্টি প্রতিষ্ঠা করেন। হানসন প্রায়ই নানা বিতর্কের কেন্দ্রে থাকেন। তিনি সিনেটে বুরকা পড়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন। তার দলের নীতিগুলোর মধ্যে অন্যতম হলো- অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং মত প্রকাশের স্বাধীনতা। দ্য ন্যাশনালসের সাবেক সদস্য বব কাট্টের প্রায় ৫০ বছর ধরে এমপি এবং তিনি তার বক্তৃতার স্টাইলের জন্য পরিচিত। ২০১৭ সালে সমলিঙ্গের বিয়ের বিষয়ে গণভোটের সময়ে তিনি এর তীব্র বিরোধিতা করেছিলেন।

বিলিওনিয়ার ক্লাইভ পালমারের দলের নাম ছিলো ইউনাইটেড অস্ট্রেলিয়া পার্টি। গত নির্বাচনে প্রায় ৭৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেও মাত্র একটি আসন পেয়েছিলেন সিনেটে। এবার পালমার ট্রাম্পেট অফ প্যাটরিওটস পার্টিকে সমর্থন দিচ্ছেন। এছাড়া সেন্ট্রাল এলায়েন্স দলের একমাত্র এমপি হলেন রেবেকা শারকি। ইতোমধ্যেই তিনি কোয়ালিশন নেতা পিটার ডাটনের সাথে যোগসূত্র রাখবেন বলে জানিয়েছেন।

স্বাস্থ্য সেবা ইস্যু
বিবিসির টিফানি টার্নবুল দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে লিখেছেন, অস্ট্রেলিয়ায় আধুনিক স্বাস্থ্য সেবা পদ্ধতির সূচনা হয়েছে প্রায় চার দশক আগে। সেখানে মেডিকেয়ার নামে একটি জনবীমা প্রকল্প চালু আছে। এর আওতায় উন্নত মানের স্বাস্থ্য সেবা নাগরিকদের জন্য মৌলিক অধিকার হিসেবে বিবেচিত। কিন্তু বিষয়টি প্রায়ই জাতীয় ইস্যুতে পরিণত হয়। কারণ প্রয়োজনের সময় অনেককেই এই সেবা পেতে হিমশিম খেতে হচ্ছে। বলতে গেলে সর্বজনীন এই স্বাস্থ্যসেবা পদ্ধতি অনেকটাই খুঁড়িয়ে হাঁটছে। সরকার যে অর্থ বরাদ্দ দিচ্ছে তা যথেষ্ট হচ্ছে না। জেনারেল প্রাকটিশনারসহ স্বাস্থ্যকর্মীর সংকট দেখা যাচ্ছে। সেবাপ্রার্থীদের জন্য অপেক্ষার সময় ক্রমশ দীর্ঘতর হচ্ছে। রোগীদের খরচও দিন দিন বেড়ে যাচ্ছে। দেশটিতে অনেকেই বিবিসিকে বলেছেন, সার্বজনীন স্বাস্থ্যসেবার বিষয়ে সিদ্ধান্ত নেয়া জরুরি হয়ে পড়েছে।

অভিবাসন আলোচনায় কেন
অস্ট্রেলিয়ার জনগোষ্ঠীর তৃতীয় বৃহত্তম অংশেরই জন্ম দেশটির বাইরে। দীর্ঘদিন ধরেই দেশটির পরিচিত 'মাইগ্রেশন ন্যাশন' হিসেবে, যেখানে অভিবাসীরা নতুন করে জীবন শুরু করতে পারেন। কিন্তু সাম্প্রতিক সময়ে অভিবাসীদের মধ্যে হতাশা বাড়ছে। এর মূল কারণ হলো বাসস্থান খরচ বাড়ছে। পিটার ডাটন বলেছেন তিনি অভিবাসীরা যেন সহজেই ভোট দিতে পারেন সেজন্য ফাস্ট ট্রাক সিটিজেনশিপ চালু করবেন। গত বছর প্রধানমন্ত্রী আলবানিজের সরকার আন্তর্জাতিক শিক্ষার্থী সীমিত করার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত প্রস্তাবটি পাশ হয়নি।

অস্ট্রেলিয়ার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এক কোটি ৮০ লাখ ভোটার। এ নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এর বামপন্থী অস্ট্রেলিয়ান লেবার পার্টি পুনরায় জয়ের চেষ্টা করছে। আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন পিটার ডাটনের নেতৃত্বাধীন কনজারভেটিভ লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন।

 

সম্পর্কিত নিবন্ধ

  • শত শত সিনেমার সেই ‘চেনা মুখ’ এখন কোথায়
  • খুলনা বিশ্ববিদ্যালয়: খেলার মাঠে নেপথ্যের নায়ক আনসার ভাই
  • সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর
  • অভিনয়ের প্রতি তটিনীর দৃষ্টিভঙ্গিই তাঁর সবচেয়ে বড় গুণ
  • পটিয়ায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত
  • একজন বাবর আলী হতে আসলে কী লাগে?
  • চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে বাধার ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ
  • অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট শুরু, আলোচনায় জীবনযাত্রার ব্যয় ইস্যু
  • অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট শুরু, আলোচনায় জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যসেবা ইস্যু