চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্র পাড় থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। শনিবার (৩ মে) দুপুরে পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা নোয়াখালীর ভাষানচর ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন বলে র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.

আর. এম. মোজাফ্ফর হােসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

চকরিয়ায় ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

র‌্যাব জানায়, কিছু রোহিঙ্গা চট্টগ্রামে অনুপ্রবেশের জন্য পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ (সাগরপাড়) এলাকায় অবস্থান করছে বলে গোপন সূত্রে খবর আসে। আজ শনিবার দুপুরে র‌্যাব-৭ পতেঙ্গা খেজুরতলা বেড়িবাঁধ  এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জন রোহিঙ্গাকে আটক করে। 

আটক রোহিঙ্গারা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে ভাষানচর এলাকার ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসেন। পরে তারা পতেঙ্গা সী-বিচ এলাকায় অবস্থান করছিলেন। 

আটককৃত রোহিঙ্গাদের চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব-৭।

ঢাকা/রেজাউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

সুন্দরবনে অস্ত্রসহ আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। 

আটককৃতদের সংরক্ষণে থাকা ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

বুধবার (৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার বিকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মঙ্গলবার (৫ আগস্ট) সুন্দরবনের দস্যু আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় গমন করবে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। তখন কোস্টগার্ড সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়।”

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

ঢাকা/শহিদুল/এস

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে ছিনতাইকারি সন্দেহে আবু বক্কর আটক  
  • সুন্দরবনে অস্ত্রসহ আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক
  • বন্দরে ৭২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক