ভাষানচর থেকে পালানো ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক
Published: 3rd, May 2025 GMT
চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্র পাড় থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। শনিবার (৩ মে) দুপুরে পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা নোয়াখালীর ভাষানচর ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন বলে র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.
আরো পড়ুন:
চকরিয়ায় ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
র্যাব জানায়, কিছু রোহিঙ্গা চট্টগ্রামে অনুপ্রবেশের জন্য পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ (সাগরপাড়) এলাকায় অবস্থান করছে বলে গোপন সূত্রে খবর আসে। আজ শনিবার দুপুরে র্যাব-৭ পতেঙ্গা খেজুরতলা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জন রোহিঙ্গাকে আটক করে।
আটক রোহিঙ্গারা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে ভাষানচর এলাকার ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসেন। পরে তারা পতেঙ্গা সী-বিচ এলাকায় অবস্থান করছিলেন।
আটককৃত রোহিঙ্গাদের চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব-৭।
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও টাঙ্গন ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার হাজীপাড়া মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক (৩২) ও বালিয়াডাঙ্গী উপজেলার মৃত জলিল উদ্দিনের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।
আরো পড়ুন:
খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪০
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ও হাসিবুলকে আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল জব্দ করা হয়।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার আলম বলে, ‘‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।’’
ঢাকা/হিমেল/রাজীব