ভাষানচর থেকে পালানো ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক
Published: 3rd, May 2025 GMT
চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্র পাড় থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। শনিবার (৩ মে) দুপুরে পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা নোয়াখালীর ভাষানচর ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন বলে র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.
আরো পড়ুন:
চকরিয়ায় ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
র্যাব জানায়, কিছু রোহিঙ্গা চট্টগ্রামে অনুপ্রবেশের জন্য পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ (সাগরপাড়) এলাকায় অবস্থান করছে বলে গোপন সূত্রে খবর আসে। আজ শনিবার দুপুরে র্যাব-৭ পতেঙ্গা খেজুরতলা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জন রোহিঙ্গাকে আটক করে।
আটক রোহিঙ্গারা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে ভাষানচর এলাকার ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসেন। পরে তারা পতেঙ্গা সী-বিচ এলাকায় অবস্থান করছিলেন।
আটককৃত রোহিঙ্গাদের চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব-৭।
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, আটক ১০
সাগরপথে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় একটি ট্রলার থেকে ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় ১০ পাচারকারী আটক হয়।
শুক্রবার (২ মে) দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ।
আটককৃতরা কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আরো পড়ুন:
ফেনীতে ৩ কোটি ২০ লাখ টাকার বালু জব্দ
ট্রেনে বিজিবির অভিযান, কোটি টাকার হেরোইন জব্দ
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ জানান, ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলমান থাকায় সাগরে কোনো ট্রলার অবস্থান করা বেআইনি। বৃহস্পতিবার (১ মে) মধ্যরাতে টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে কাঠের তৈরি একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলার দেখতে পান কোস্ট গার্ড জাহাজ ‘তাজউদ্দিন’-এর সদস্যরা। ট্রলারটিকে থামার নির্দেশ দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, ট্রলারটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের জন্য বহন করা ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ১০ পাচারকারীকেও আটক করা হয়। জব্দকৃত ট্রলারটি টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কোস্ট গার্ডের জেটিতে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার করা সার টেকনাফ কাস্টমস অফিসে জমা রাখা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
ঢাকা/তারেকুর/মাসুদ