ন্যূনতম ঐকমত্যে পৌঁছে জাতীয় নির্বাচনের দাবি ১২ দলীয় জোটের
Published: 4th, May 2025 GMT
ন্যূনতম ঐকমত্যে পৌঁছে জাতীয় সংসদ নির্বাচন চায় ১২ দলীয় জোট। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করতে চান তাঁরা।
আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। এই বৈঠকে তাঁর নেতৃত্বে জোটের ১১ নেতা অংশ নেন।
মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আজকে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করা। সেটা বিলম্বিত না হোক।’ তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় এক হওয়া সম্ভব বলে মনে করেন মোস্তফা জামাল হায়দার। বাকি যদি কিছু অসমাপ্ত থাকে, অনৈক্য থাকে, পরবর্তীতে সেগুলো সংশোধন করা যাবে বলেন তিনি।
বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতপার্থক্য এবং দ্বিধাদ্বন্দ্ব থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেন মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, ‘এখানেই গণতন্ত্রের সৌন্দর্য, এইখানেই গণতন্ত্রের উৎকর্ষতা।’
যুগ যুগ ধরে সঞ্চিত রাষ্ট্র কাঠামোর অব্যবস্থা, অসঙ্গতির কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা দূর করতে কমিশন চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঐকমত য
এছাড়াও পড়ুন:
‘জুলাই সনদ’ বাস্তবায়নে গতি আনতে চায় কমিশন
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা পর্যালোচনা করা হয়। সেইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, ঐকমত্য হওয়া প্রস্তাব ও সুপারিশগুলো বাস্তবায়নের লক্ষ্যে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবে এবং পরবর্তী ধাপে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে নতুন করে আলোচনা করবে।
কমিশন মনে করছে, প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য দলগুলোর পাশাপাশি সরকারেরও করণীয় রয়েছে। এজন্য আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।
কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে একটি প্রাথমিক খসড়া প্রস্তাবনা ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। অধিকাংশ দল মতামত দিলেও যেসব দল এখনও মত দেয়নি, তাদের দ্রুত মতামত জানানোর জন্য সভায় তাগিদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাংগঠনিক কর্মী সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
ঢাকা/এএএম//