কর্ণফুলীতে বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ
Published: 4th, May 2025 GMT
চট্টগ্রামের কর্ণফুলীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের সৈন্যারটেক এলাকায় গোল্ডেন সন লিমিটেড কারখানায় রোববার সকাল থেকে এই আন্দোলন শুরু হয়েছে। দুই মাসের বকেয়া বেতনের দাবিতে রোববার সকাল ছয়টা থেকে আন্দোলনে নামেন ওই কারখানার শ্রমিকেরা।
এর আগে সকাল ছয় থেকে নয়টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। নারী শ্রমিকরা সড়কের ওপর বসে পড়েন। প্রায় দুই কিলোমিটারজুড়ে সড়কে গাড়ি আটকে থাকে। সকাল পৌনে নয়টায় সেনাবাহিনীর একটি দল গিয়ে শ্রমিকদের সড়কদের ওপর থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। সকাল সাড়ে নটায় সিএমপি কর্ণফুলী থানা পুলিশের একটি দল গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন।
মোহাম্মদ ইসমাঈল নামে একজন কারখানাটিতে প্রায় ১৫ বছর ধরে কাজ করছেন। তিনি সমকালকে বলেন, শ্রমিকদের মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এর বাইরেও অনেক শ্রমিক আছে যারা কয়েক মাস ধরে বেতন পাচ্ছে না। আমরা সারা মাস কাজ করেও পরিবারের মুখে খাবার তুলে দিতে পারব না কেন?
তিনি বলেন, শ্রমিকরা বছরের পর এখানে কাজ করছে। বেতন বৃদ্ধির কথা বললেই তাদের চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনাস্থলে আসা সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো.
কর্ণফুলী থানার উপপরিদর্শক আবদুল গফুর বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
গোল্ডেন সন লিমিটেড কারখানায় ২০টি আলাদা ইউনিটে হাজারও শ্রমিক কাজ করেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২ জুলাই) রাতে ঢাকার লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং মানিকগঞ্জে নেওয়া হয়েছে।
নাঈমুর রহমান দুর্জয় ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।
সরকার পরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল এবং তার ব্যাংক হিসাব ও সম্পদের বিষয়ে তদন্ত চলছে।
ঢাকা/এম/আর/ইভা