চট্টগ্রামের কর্ণফুলীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের সৈন্যারটেক এলাকায় গোল্ডেন সন লিমিটেড কারখানায় রোববার সকাল থেকে এই আন্দোলন শুরু হয়েছে। দুই মাসের বকেয়া বেতনের দাবিতে রোববার সকাল ছয়টা থেকে আন্দোলনে নামেন ওই কারখানার শ্রমিকেরা।  

এর আগে সকাল ছয় থেকে নয়টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। নারী শ্রমিকরা সড়কের ওপর বসে পড়েন। প্রায় দুই কিলোমিটারজুড়ে সড়কে গাড়ি আটকে থাকে। সকাল পৌনে নয়টায় সেনাবাহিনীর একটি দল গিয়ে শ্রমিকদের সড়কদের ওপর থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। সকাল সাড়ে নটায় সিএমপি কর্ণফুলী থানা পুলিশের একটি দল গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন। 

মোহাম্মদ ইসমাঈল নামে একজন কারখানাটিতে প্রায় ১৫ বছর ধরে কাজ করছেন। তিনি সমকালকে বলেন, শ্রমিকদের মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এর বাইরেও অনেক শ্রমিক আছে যারা কয়েক মাস ধরে বেতন পাচ্ছে না। আমরা সারা মাস কাজ করেও পরিবারের মুখে খাবার তুলে দিতে পারব না কেন?

তিনি বলেন, শ্রমিকরা বছরের পর এখানে কাজ করছে। বেতন বৃদ্ধির কথা বললেই তাদের চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। 

ঘটনাস্থলে আসা সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো.

আসাদ বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে রাস্তা খুলে দেওয়া হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বসে দাবির বিষয়ে আলোচনা করা হবে।

কর্ণফুলী থানার উপপরিদর্শক আবদুল গফুর বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।  

গোল্ডেন সন লিমিটেড কারখানায় ২০টি আলাদা ইউনিটে হাজারও শ্রমিক কাজ করেন। 

 

 

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক অবর ধ ক জ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ