চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন খোয়াজনগর এলাকায় অবস্থিত একটি ইলেক্ট্রনিক্স পণ্য ও খেলনা উৎপাদনকারী কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে। আজ রবিবার (৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত গোল্ডেন সন লিমিটেড নামে এই কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। শ্রমিকরা জানিয়েছে, কারখানা কর্তৃপক্ষ দুই মাস ধরে বেতন পরিশোধ করছে না।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, সকালে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। 

শ্রমিকরা জানান গত মার্চ ও এপ্রিল মাসের বেতন এখনো কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। ফলে শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। শ্রমিকরা বেতন না পেয়ে পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছে।  বিক্ষোভের পর কর্তৃপক্ষ অবিলম্বে বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে বলে শ্রমিকরা জানান। 
 

আরো পড়ুন:

সিলেটে এয়ারপোর্ট সড়ক অবরোধ করে চা-শ্রমিকদের বিক্ষোভ

আ.

লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

ঢাকা/রেজাউল/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ