দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার আমির খান। তার পরবর্তী ছবি ‘সিতারে জমিন পার’ ইতিমধ্যেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জমিন পার’-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল হিসেবে তৈরি এই সিনেমার প্রথম পোস্টার অবশেষে প্রকাশ পেল। একই সঙ্গে জানানো হয়েছে ছবিটির মুক্তির তারিখ। এটি মুক্তি পাবে ২০ জুন।

নতুন পোস্টারে আমির খানের সঙ্গে দেখা গেছে ১০ জন নবাগত অভিনেতা। আমির খান প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর-এর মতো নবাগতদের।

ছবিতে আমির খানের সঙ্গে প্রথমবার জুটিতে দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ-কে। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এই ছবির মাধ্যমে দর্শকদের জন্য একটি বিশেষ কিছু আনতে চলেছেন আমির।

ছবিটি পরিচালনা করছেন আর এস প্রসন্ন, যিনি এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’ এবং স্বামী চিন্ময় আনন্দের বায়োপিক ‘অন আ কোয়েস্ট’ পরিচালনা করেছেন।

‘সিতারে জমিন পার’ ছবিতে গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, এবং সুর করেছেন বিখ্যাত সংগীতত্রয় শঙ্কর-এহসান-লয়। চিত্রনাট্য লিখেছেন দিব্যনিধি শর্মা। ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন আমির খান, রবি ভাগচন্দকা এবং অপরণা পুরোহিত।

আগামী ২০ জুন হলে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। আর পোস্টার প্রকাশের পর থেকে উৎসাহ-উত্তেজনা আরও বেড়ে গেছে বলেই মনে করা হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম র খ ন আম র খ ন

এছাড়াও পড়ুন:

আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপে

বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ স্কাইপ বন্ধ হচ্ছে আজ সোমবার (৫ মে) থেকে।মাইক্রোসফটের সিদ্ধান্ত অনুযায়ী, এদিন থেকে স্কাইপের সাধারণ সেবা বন্ধ হয়ে যাবে। তবে কর্পোরেট পর্যায়ের ‘স্কাইপ ফর বিজনেস’ সীমিতভাবে চালু থাকবে।

২০০৩ সালে চালু হওয়া স্কাইপ একসময় ভিডিও কল, আন্তর্জাতিক ফোন এবং মেসেজিংয়ের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছিল। দূর দেশে থাকা প্রিয়জনের সঙ্গে যোগাযোগে স্কাইপ ছিল অন্যতম ভরসা।

গত মার্চে স্কাইপে বন্ধের ঘোষণা দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের বিকল্প প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তবে এখনো অনেক ব্যবহারকারী স্কাইপে সক্রিয় রয়েছেন। স্কাইপে বন্ধের পর কী হবে, কীভাবে তথ্য সংরক্ষণ বা স্থানান্তর করতে হবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

স্কাইপে আইডি ব্যবহার করেই সরাসরি মাইক্রোসফট টিমসে লগইন করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। এমনকি ব্যবহারকারীদের আদান-প্রদান করা পুরোনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিমসে স্থানান্তর হয়ে যাবে। ফলে টিমস ব্যবহারের জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না এবং পুরোনো সব তথ্য ব্যবহারের সুযোগ মিলবে।

স্কাইপে বন্ধ হওয়ার পর ব্যবহারকারীদের মাইক্রোসফট টিমস ব্যবহার করতেই হবে, তা নয়। ব্যবহারকারীরা চাইলে গুগল মিট, জুমসহ অন্য যেকোনো মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে ৫ মের মধ্যে নিজেদের আদান-প্রদান করা পুরোনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সংরক্ষণ করতে হবে।

সূত্র: নিউজ ১৮

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ