হোয়াটসঅ্যাপে পরিচিত ব্যক্তিদের পাশাপাশি অপরিচিত ব্যক্তিদেরও সরাসরি ফোন করা যায়। ফলে বার্তা, ছবি বা ভিডিও আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে সম্প্রতি হোয়াটসঅ্যাপে ভয়াবহ প্রতারণার ফাঁদ পেতেছে একদল প্রতারক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠ নকল করে পরিচিত ব্যক্তিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্যমতে, প্রতারণার এই কৌশলটির নাম ‘হাই মাম’ স্ক্যাম। প্রথমে অচেনা নম্বর থেকে প্রতারকেরা হোয়াটসঅ্যাপে ‘হাই মাম’ বা ‘হাই ড্যাড’ লিখে বার্তা পাঠায়। বার্তায়  বলা হয় এটি তাদের নতুন নম্বর, আগেরটি হারিয়ে গেছে। এরপর ধীরে ধীরে কথোপকথনের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জন করা হয়। একপর্যায়ে জানানো হয়, জরুরি প্রয়োজনে কিছু টাকা দরকার, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট কাজ করছে না। বিষয়টিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে এআই প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠ নকল করে ভয়েস মেসেজ পাঠানো হয়। ভয়েস মেসেজে সন্তানের বা প্রিয়জনের কণ্ঠ শুনে প্রতারকদের দেওয়া অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন অনেকে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে কল করে কি ফোন হ্যাক করা যায়০৭ মার্চ ২০২৪

এ ধরনের প্রতারণা শুধু সন্তান সেজেই করা হচ্ছে, তা না। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগ্রহ করা বিভিন্ন ব্যক্তির নাম–ঠিকানা কাজে লাগিয়ে পরিচিত ব্যক্তি, বন্ধু বা সন্তান সেজেও প্রতারণার চেষ্টা করা হচ্ছে। নতুন ধরনের এই প্রতারণার বিষয়ে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান ইসেটের উপদেষ্টা জেক মুর বলেন, ‘এআই প্রযুক্তির মাধ্যমে কণ্ঠ নকল করা এখন কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি নিজেই আমার কণ্ঠ এআই দিয়ে তৈরি করে পাঠিয়েছিলাম আমার মাকে, তিনিও বুঝতে পারেননি এটা ভুয়া। বর্তমানে এমন সফটওয়্যার রয়েছে, যা অনলাইনে কারও প্রকাশিত কণ্ঠ অনায়াসে নকল করতে পারে। প্রতারকেরা সেই ভুয়া অডিও ক্লিপ পাঠিয়ে পরিবারের সদস্যদের প্রতারিত করছেন।’

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত ফোনকল ও বার্তা ব্লক করবেন যেভাবে২২ মার্চ ২০২৪

হোয়াটসঅ্যাপে এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, হোয়াটসঅ্যাপে টাকা চেয়ে বার্তা এলে যাচাই না করে পাঠানো যাবে না। পরিচিত ব্যক্তির নম্বরে ফোন করে নিশ্চিত হতে হবে তিনি নিজেই বার্তা পাঠিয়েছেন কি না। প্রয়োজনে পরিবারের সদস্যদের মধ্যে একটি ‘গোপন সংকেত বা শব্দ’ ঠিক করে রাখা যেতে পারে, যার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সহজেই একে অপরের পরিচয় শনাক্ত করা যাবে।

সূত্র: ডেইলি মেইল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প

এছাড়াও পড়ুন:

সামাজিক সমস্যা সমাধানে এআইয়ের ব্যবহার

সমাজের অনেক মানুষ সাধারণ মানুষের মতো ভাষা ব্যবহার করেন না। তাঁরা হয়তো শুনতে পান না কিংবা কথা বলতে পারেন না। বিশেষ ইশারা ভাষা ব্যবহার করেন। এসব মানুষ প্রযুক্তিগত বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হন। তাঁদের কথা বিবেচনা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞানের শিক্ষার্থী ফিরোজা মেহজাবিন বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর প্রকল্প তৈরি করেন।

মেহজাবিন বলেন, ‘অনেকেই ইশারা ভাষা ব্যবহার করেন। তাঁদের কথা বিবেচনা করে আমি এই ভাবনা নিয়ে কাজ করছি। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, অনেকেই ভাষা–জড়তার কারণে যোগাযোগ করতে পারেন না। আবার অনেক প্রতিষ্ঠান—যেমন হাসপাতাল বা করপোরেট—থেকে তাদের গ্রাহকসেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তির অভাব রয়েছে। আমার এই উদ্ভাবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ইশারা ভাষাকে লেখা ও বাক্যে পরিণত করা যাবে, যেন তাঁদের সঙ্গে আমরা সাধারণ মানুষ যোগাযোগ করতে পারি। একইভাবে এআই ব্যবহার করে আমাদের ভাষাকে বাক্য ও ইশারা ভাষায় পরিণত করার মাধ্যমে তাঁরা আমাদের কথা সহজেই বুঝতে পারবেন।’

ফিরোজা মেহজাবিনের টিম ওয়াটারমেলন গ্রামীণফোনের এআইভিত্তিক ফিউচারমেকার্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। নারী হিসেবে এআই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়াকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মেহজাবিন। প্রযুক্তি খাতে নারীদের উপস্থিতি এমনিতেই কম, সেখানে এমন আয়োজন নারীদের আরও উৎসাহ দেবে।

গ্রামীণফোনের আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ফিউচারমেকার্স নামের প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আয়োজন করা হয়। দেশের প্রথম জাতীয় পর্যায়ের এআইভিত্তিক আইডিয়া প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ৭৮২টি আইডিয়ার মাধ্যমে তাঁদের সৃজনশীলতা, উদ্ভাবন ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করেন।

প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে টিম ওপিয়ন। তাদের প্রকল্প এআই-ড্রিভেন নিউজ ক্রেডিবিলিটি প্ল্যাটফর্ম। টিম সিন্যাপজ তাদের এআই ইনক্লুশন ফর ডিফারেন্টলি-এবলড লার্নারস প্রকল্প এবং টিম লাস্তা তাদের দিশা: ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থ্রো এআই প্রকল্পের জন্য যৌথভাবে দ্বিতীয় রানার্সআপ হয়েছে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গত সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল ফিউচারমেকার্স প্রতিযোগিতা। প্রাথমিক বাছাইপর্ব শেষে নির্বাচিত দল বিচারক প্যানেলের সামনে তাদের এআইভিত্তিক ধারণাগুলো উপস্থাপন করে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির (সিইও) আজমান বলেন, ‘আমরা যখন এআইনির্ভর ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছি, তখন তরুণ প্রজন্মকে সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রয়োজনীয় দক্ষতা ও মানসিকতা অর্জনে সহায়তা করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণফোনে আমরা এআইকে দেখি উদ্ভাবন, উৎপাদনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির নিয়ামক হিসেবে। ফিউচারমেকার্সের মাধ্যমে আমরা এমন তরুণ উদ্ভাবকদের গড়ে তুলতে চাই, যারা ভবিষ্যতের কর্মশক্তিকে নেতৃত্ব দেবে এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখবে।’ প্রতিযোগিতার বিজয়ীরা পুরস্কারের পাশাপাশি গ্রামীণফোনের শীর্ষ প্রতিভা উন্নয়ন কর্মসূচিগুলোতে দ্রুত অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রাইজ মানির পাশাপাশি বাস্তব উদ্ভাবনী পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন ও নিজেদের ধারণা আরও পরিমার্জন করার সুযোগ পাবেন, যা তাঁদের প্রযুক্তি খাতের ভবিষ্যত নেতৃত্ব হিসেবে গড়ে তুলবে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিচারকের দায়িত্বে থাকা গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ ও চিফ ইনফরমেশন অফিসার ড. নিরঞ্জন শ্রীনিবাসন।

সম্পর্কিত নিবন্ধ

  • সামাজিক সমস্যা সমাধানে এআইয়ের ব্যবহার
  • নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে শঙ্কা কেন
  • লাখো মানুষের চাকরি ঝুঁকিতে, সতর্ক করলেন এআইয়ের গডফাদার জিওফ্রি হিন্টন