পঞ্চগড়ে বিএনপি নেতার মৃত্যুর দুই বছর পর সাবেক মন্ত্রী ও ডিসি-এসপির বিরুদ্ধে হত্যা মামলার আবেদন
Published: 6th, May 2025 GMT
প্রতীকী ছবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএসইসির জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
শহীদদের স্মরণ ও শ্রদ্ধায় সারা দেশে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’। এরই ধারাবাহিকতায় সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে এ দিবসটি উদযাপন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৫ আগস্ট) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৫’ উপলক্ষে কমিশনের সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
পাঁচ বিমার অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সুশাসন বাড়ে: আনিসুজ্জামান
এদিন দুপুর ১২টায় কমিশনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
বিএসইসির কমিশনার, নির্বাহী পরিচালক, পরিচালকসহ বিএসইসির কর্মকর্তা-কর্মচারী সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনাররা বক্তব্য রাখেন। সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোচনা হয়। এছাড়া সভায় সব শহীদের আত্নত্যাগসহ সবার অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলোচনা সভা শেষে সব শহীদের আত্মার শান্তি এবং দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া মাহফিল হয়। বিএসইসির কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাই দোয়া মাহফিলে অংশ নেন।
ঢাকা/এনটি/এসবি