‎শাপলায় চত্বরে  গণহত্যার বিচার ও শহীদদের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ উলামা পরিষদের আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত।

‎‎মঙ্গলবার (৬ মে) বিকালে ফতুল্লা কাশীপুর  নারায়ণগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে মারকাযুল উলুম হাজিপাড়া মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎‎হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে

এসময় সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুল কাদির, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, হাজিপাড়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতী আব্দুল আহাদ, শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুফতী শেখ শাব্বীর আহমাদ, কাশীপুর ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান আশেকী, মাওলানা মুহিব ইমতিয়াজ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, মুফতী তৌফিক বিন হারিছ, হাফেজ জাহিদ হাসান, প্রমুখ।

‎‎হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়ালের বলেন, আমাদের প্রথম দাবি হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের নির্দেশে আমাদের ভাইদেরকে শহিদ করেছে, আহত করেছে।

শিহদদের ও আহতদের পরিচয় আমরা বলতে পারি নাই। যারা শাপলা চত্বরে গিয়েছে তাদের কথা তাদের বাবা- মা বলতে পারে নাই। তাদের হুমকি দামকি দিয়ে নির্যাতন করেছে তাদের ঘর বাড়ি ভেঙ্গে দিয়েছে।

শাপলা চত্বরে বিনিময়ে ফ্যাসিস্টকে দেশ থেকে নির্যাতিতো করে অপমানিত করে এ দেশ থেকে  আল্লাহ তাকে বের করেছেন। সে (ফ্যাসিস্ট সরকার হাসিনা) বাংলার জমিনে  পা না রাখতে পারে। বাংলার জনগণ সোচ্চার থাকবে।

‎তৈহদি জনতা সমস্ত আলেমা ওলামাসহ সক্রিয় ভুমিকা রাখবে। প্রয়োজনে তার মোকাবেলা জন্য আরকটি শাপলা চত্বর করতে আমরা বাধ্য হবো।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ ইসল ম

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আব্দুদ দাইয়ান

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের ৫টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জেলা ইসলামী ঐক্যজোট।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে নতুন কোর্ট সংলগ্ন দলটির জেলা কার্যালয়ে আয়োজিত ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জের ৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির চেয়ারম্যান মাওলানা আবদুল কাদির। নারায়ণগঞ্জ ৩ আসনের এ মাওলানা আব্দুদ দাইয়ানের নাম ঘোষণা করা হয়।

এর আগে, প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল কাদির বলেন, ‘জুলাইয়ের সেই অভ্যুত্থান ছিল সর্বস্তরের জনসাধারণের। এই অর্জনকে কেউ কুক্ষিগত করতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে।

কারণ আমরা যদি প্রশ্ন করাকে ভুলে যাই, তবে নতুন করে আবারও ফ্যাসিবাদ জন্ম নেবে। আমরা চাই একটি শোষণমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ- যেখানে দল, মত, ধর্ম নির্বিশেষে সবাই তার অধিকার ভোগ করবে।’

সভায় উপস্থিত ছিলেন জেলা ঐক্যজোটের সভাপতি আবু সায়েম খালেদ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহসভাপতি মুফতি জামিল আহমেদ, মহানগরের সভাপতি জাকির হোসেন কাসেমী, সহসভাপতি মাকসুদুর রহমান, সোনারগাও থানার সভাপতি আবদুল দাইয়ান, মুফতি রফিকুল ইসলাম প্রমুখ।

মাওলানা আব্দুদ দাইয়ান বলেন,“এ মনোনয়ন আমার একার নয়, এটা এলাকার সাধারণ জনতার প্রতি আস্থার প্রতিফলন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—জনগণের অধিকার, এলাকার উন্নয়ন এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বশক্তি দিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

স্থানীয় মনে করছেন, এই মনোনয়ন নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটের মাঠে একটি ভিন্নমাত্রা যুক্ত করবে। ইসলামী রাজনীতির পরিপ্রেক্ষিতে এখানে একটি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাও দেখা দিতে পারে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকায় বিএনপির বিজয় র‍্যালিতে মহানগর ছাত্রদলের অংশগ্রহণ 
  • চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি শিক্ষক নেটওয়ার্কের
  • ঢাকায় বিজয় র‌্যালিতে মহানগর বিএনপির শোডাউন 
  • কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে ১৩ প্রতিষ্ঠানের স্মারকলিপি 
  • ঢাকার বিজয় র‌্যালিতে জেলা বিএনপির বিশাল শোডাউন
  • সাবেক ডিআইজি গাজী মোজাম্মেল গংদের বিচারের দাবিতে শহরে মানববন্ধন  
  • একাত্তরের গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে চবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ
  • নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা দাইয়ান
  • নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আব্দুদ দাইয়ান
  • ফিলিস্তিনিদের হাতের মুঠোয় আনতেই কি স্বীকৃতির কথা সামনে আনা হচ্ছে