সাবেক আইজিপি বেনজীরের মেয়ের দুবাইয়ের সম্পদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর বাড়ি জব্দের আদেশ
Published: 8th, May 2025 GMT
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের নামে বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের নামে থাকা একটি বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
দুদকের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদের মেজ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের একটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ওই অ্যাপার্টমেন্ট সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে থুনাই আবাসিক এলাকায়। অবৈধভাবে অর্জিত টাকা বিদেশে পাচার করে বেনজীর আহমেদের মেয়ে সম্পদ কিনেছেন বলে আদালতকে জানিয়েছে দুদক। এ ছাড়া দুবাইয়ে তাঁর (বেনজীরের মেয়ে) নামে থাকা দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত
এর আগে গত বছরের মে মাসে বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও তিন মেয়ের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে এ পাঁচজনের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাঁদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর সম্পদ জব্দের আদেশ:সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের নামে থাকা একটি চারতলা বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া জমি, ছয়টি ব্যাংক হিসাব ও দুটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আজ এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, লুৎফুল তাহমিনা খানের ব্যাংক হিসাবে ৭ কোটি ৫৮ লাখ টাকা জমা রয়েছে। তাঁর নামে থাকা তেজগাঁওয়ের মণিপুরিপাড়ায় চারতলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান, তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
গত বছরের অক্টোবরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, তাঁর স্ত্রী, ছেলে শাফি মোদ্দাছির খান, মেয়ে শাফিয়া তাসনিম খানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এসব মামলায় তাঁদের বিরুদ্ধে মোট ৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক আদালতে লিখিতভাবে বলেছে, আসাদুজ্জামান অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন।
আরও পড়ুনবেনজীর আহমেদের সম্পদ জব্দ করার আদেশ ২৩ মে ২০২৪উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা কার্যকর
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে মালয়েশিয়ায়। শুক্রবার মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থাটি বৈধ অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাসহ কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। সেই হিসেবে চলতি বছর যোগ্য কর্মীদের জন্য আলাদাভাবে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করার প্রয়োজন নেই।
এই ব্যবস্থার লক্ষ্য হল ভিসার অপব্যবহারের ঝুঁকি হ্রাস করার সাথে সাথে বিদেশী কর্মীদের চলাচলের তদারকি উন্নত করা। মন্ত্রণালয় আশা করছে যে এই পরিবর্তন বিদেশে মালয়েশিয়ার দূতাবাসগুলিতে ঝামেলা কমাবে। এই ভিসা সুবিধাটি বাংলাদেশের সাথে নৈতিক শ্রম সহযোগিতার ক্ষেত্রে মালয়েশিয়ার প্রতিশ্রুতির অংশ।
ঢাকা/শাহেদ