রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে দুই নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন– বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরিয়ম বেগম (৬১) ও তাঁর বোন সুফিয়া বেগম (৫২)। গতকাল শুক্রবার রাতে তাদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এতে জড়িত; কী কারণে হত্যা করা হয়েছে– তাৎক্ষণিক জানা যায়নি।

যে ভবনে হত্যাকাণ্ড ঘটেছে, সেটির মালিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের বাবা। ছয়তলা বাড়ির চতুর্থ তলায় সচিব তাঁর বাবার সঙ্গে থাকেন বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার মিজানুর রহমান সমকালকে বলেন, মরিয়ম বেগম ২০ বছরের বেশি সময় ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। তাঁর স্বামী বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলাউদ্দিন। তাদের সঙ্গে দুই মেয়েও বাসায় থাকেন। আর কিছুদিন ধরে সুফিয়াও বোনের বাসায় থাকতেন। তিনি ছিলেন অবিবাহিত।

সংশ্লিষ্টরা জানান, পশ্চিম শেওড়াপাড়ার তোরাব আলী মসজিদের পাশে ৬৪৯ নম্বর বাড়ি ‘নার্গিস’। এর দোতলার বি-১ ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন মরিয়ম। গতকাল সকালে কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন তাঁর মেয়ে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানের কর্মকর্তা নুসরাত জাহান। তিনি রাত ৮টার দিকে ফিরে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে তালা খুলে ঘরে ঢুকে তিনি দেখেন, মা ও খালার রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। তাঁর চিৎকার শুনে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা এগিয়ে যান। তারা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানিয়ে পুলিশি সহায়তা চান। রাত ৯টার পর ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সিআইডি, র‍্যাব ও পিবিআইর আলাদা দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সময় মরিয়মের স্বামী কাজী আলাউদ্দিন তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জের বাসায় ছিলেন। খবর পেয়ে তিনি রাতে ঢাকার উদ্দেশে রওনা হন।
মিরপুর থানার এএসআই মোহাম্মদ মহসীন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই ফ্ল্যাটে দুই নারীর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিরাপত্তাকর্মী মো.

রাজু জানান, কখন-কীভাবে এ ঘটনা ঘটেছে, তিনি বুঝতে পারেননি। পরিবারের সদস্যরা বাসায় ঢুকে লাশ দেখে চিৎকার শুরু করলে তিনি সেখানে যান। 
পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সেই সঙ্গে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য ভেদ ও জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ল শ উদ ধ র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ