চীনে প্রথমবারের মতো ফুটবল ম্যাচে অংশ নিল এআইচালিত রোবট
Published: 2nd, July 2025 GMT
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অনেক প্রযুক্তির বিকাশ ঘটছে। রোবোটিকসের দুনিয়াতেও এআই ভিন্ন চমক তৈরি করছে। সম্প্রতি চীনের বেইজিংয়ে প্রথমবারের মতো এআইনির্ভর রোবটের একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচের ফুটবল মাঠ ছাড়া বাকি সবই ছিল কৃত্রিম উপাদানে তৈরি। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম বুস্টার রোবোটিকসের তৈরি একাধিক হিউম্যানয়েড রোবট মাঠে নেমেছিল ফুটবল খেলতে।
যাঁরা ভবিষ্যতের দুনিয়া রোবোটের হয়ে যাবে বলে বিশ্বাস করেন, তাঁরা এআইনির্ভর রোবটের ফুটবল ম্যাচ দেখে বেশ মন খারাপ করতে পারেন। তবে ফুটবল খেলার আধুনিক কৌশল এখনো পুরোপুরি রপ্ত করতে পারেনি রোবটগুলো। আর তাই এআই রোবটগুলো শিগগিরই মেসি বা এমবাপ্পের মতো বিখ্যাত ফুটবলার বিকল্প হবে না। ভিডিওতে দেখা গেছে, ফুটবল খেলার সময় বলে লাথি মারতে বা সোজা থাকতে বেশ লড়াই করেছে এআই রোবটগুলো। মাটিতে পরে যাওয়ায় রীতিমতো স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে একটি রোবটকে।
রোবটগুলোর নির্মাতাপ্রতিষ্ঠান বুস্টার রোবোটিকসের প্রতিষ্ঠাতা ও সিইও চেং হাও বলেন, ‘ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে হিউম্যানয়েড রোবট পরীক্ষার সুযোগ আছে। ভবিষ্যতে মানুষ রোবটদের সঙ্গে খেলতে পারে। বেইজিংয়ের ফুটবল মাঠের খেলা দেখে বলা যায়, হিউম্যানয়েডদের ফুটবল খেলতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। ভবিষ্যতে আমরা রোবটদের মানুষের সঙ্গে ফুটবল খেলার ব্যবস্থা করতে পারি।’
চীনের প্রতিযোগিতাটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবট দলের মধ্যে অনুষ্ঠিত হয়। বিভিন্ন দল নিজস্ব অ্যালগরিদমের মাধ্যমে রোবটদের নিজেদের মতো পরিচালিত করেন। ফাইনাল ম্যাচে, সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের টিএইচইউ রোবোটিকস চায়না এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ের মাউন্টেন সি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল খ ল ফ টবল ম র ফ টবল র বটগ ল
এছাড়াও পড়ুন:
ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।
অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।
এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।
দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।
২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার