দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য হয়েছিলেন ‘দঙ্গল’-কন্যা ফাতিমা, অতঃপর...
Published: 2nd, July 2025 GMT
অনুরাগ বসুর নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সিনেমাটি মুক্তি উপলক্ষে এর অভিনয়শিল্পীরা এসেছিলেন নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে। সেখানে অন্য নানা প্রসঙ্গের সঙ্গে আলোচনায় উঠে আসে পড়াশোনার প্রসঙ্গও।
অনুষ্ঠানের এক পর্যায়ে কপিল সরাসরি সারা আলী খানকে জিজ্ঞাসা করেন, অভিনয়ের আগে তিনি কী করতেন? সারা বলেন, ‘আমি তখন পড়াশোনা করছিলাম। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অনেক কিছুই পড়েছি।’ তাঁর কথা শুনে ছবির আরেক অভিনেত্রী ফাতিমা সানা শেখ বলেন, ‘সারা সত্যিই শিক্ষিত মেয়ে। পড়াশোনায় খুব ভালো।’
কিন্তু নিজের প্রসঙ্গে বলতে গিয়ে ফাতিমা অকপটে স্বীকার করেন, ‘আমি তো দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য হওয়ার পর ড্রপআউট হয়ে যাই। তখন পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। দ্বাদশ শ্রেণিতে মাত্র ৫৫ শতাংশ নম্বর পেয়েছিলাম।’
ফাতিমা সানা শেখ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত