দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য হয়েছিলেন ‘দঙ্গল’-কন্যা ফাতিমা, অতঃপর...
Published: 2nd, July 2025 GMT
অনুরাগ বসুর নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সিনেমাটি মুক্তি উপলক্ষে এর অভিনয়শিল্পীরা এসেছিলেন নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে। সেখানে অন্য নানা প্রসঙ্গের সঙ্গে আলোচনায় উঠে আসে পড়াশোনার প্রসঙ্গও।
অনুষ্ঠানের এক পর্যায়ে কপিল সরাসরি সারা আলী খানকে জিজ্ঞাসা করেন, অভিনয়ের আগে তিনি কী করতেন? সারা বলেন, ‘আমি তখন পড়াশোনা করছিলাম। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অনেক কিছুই পড়েছি।’ তাঁর কথা শুনে ছবির আরেক অভিনেত্রী ফাতিমা সানা শেখ বলেন, ‘সারা সত্যিই শিক্ষিত মেয়ে। পড়াশোনায় খুব ভালো।’
কিন্তু নিজের প্রসঙ্গে বলতে গিয়ে ফাতিমা অকপটে স্বীকার করেন, ‘আমি তো দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য হওয়ার পর ড্রপআউট হয়ে যাই। তখন পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। দ্বাদশ শ্রেণিতে মাত্র ৫৫ শতাংশ নম্বর পেয়েছিলাম।’
ফাতিমা সানা শেখ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী