কেরানীগঞ্জে বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
Published: 2nd, July 2025 GMT
ঢাকার কেরানীগঞ্জে গভীর রাতে বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) ভোররাতে তারানগর ইউনিয়নের কাটালতলী এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্দুল আজিজ বলেন, ‘‘ভোররাত ৪টার দিকে ৬ থেকে ৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ছাদ দিয়ে বাড়িতে ঢোকে। এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।’’
ডাকাতেরা নগদ ৬ লাখ ৬৮ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও একটি ক্যামেরা নিয়ে গেছে বলে দাবি করেছেন আব্দুল আজিজ।
আরো পড়ুন:
ডোমারে বিএনপি সভাপতির বাড়িতে দুর্ধর্ষ চুরি
শেরপুরের হাসপাতাল থেকে নবজাতক চুরি
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ‘‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।’’
ঢাকা/শিপন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের নির্বাহী আদেশে কেড়ে নেওয়া হচ্ছে রূপান্তরিত সাঁতারুর পদক
দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর পররাষ্ট্রনীতিতে আরও কড়াকড়ি আরোপের মতো ক্রীড়াঙ্গনেও কঠোর নীতি চালু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার মধ্যে একটি হলো মেয়েদের খেলায় রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা।
ট্রাম্পের এই সিদ্ধান্তের খড়্গ নেমে এসেছে লিয়া টমাসের ওপর। যুক্তরাষ্ট্রের এই রূপান্তরিত সাঁতারুর ব্যক্তিগত অর্জন বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে তাঁর রেকর্ড মুছে ফেলার পাশাপাশি শিগগিরই পদক কেড়ে নেওয়া হবে।
রূপান্তরিত সাঁতারু লিয়া টমাসের পদক কেড়ে নেওয়া হবে