কানাডার উত্তর কুইবেকে নুনাভিকের ইনুকজুয়াক নামের একটি গ্রামের কাছে পৃথিবীর প্রাচীনতম শিলা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের অনুমান, শিলাগুলোর আনুমানিক বয়স ৪১৬ কোটি বছর। এসব প্রাচীন শিলায় হেডিয়ান যুগের তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই আবিষ্কারের তথ্য।

দীর্ঘদিন থেকেই পুরোনো শিলার তথ্য বিশ্লেষণ করে পৃথিবীর শুরুর সময়কার তথ্য সংগ্রহ করছেন বিজ্ঞানীরা। আর তাই খোঁজ পাওয়া শিলাগুলো বিশ্লেষণ করে হেডিয়ান যুগের তথ্য জানতে চান বিজ্ঞানীরা। ২০১৭ সালে প্রথম শিলাগুলোর খোঁজ পাওয়া যায়। সে সময় অনুমান করা হয়েছিল, শিলাগুলোর বয়স ৩৭৫ থেকে ৪৩০ কোটি বছর হতে পারে। এরপর উন্নত রেডিওমেট্রিক ডেটিং কৌশল ব্যবহার করে দেখা যায়, আগ্নেয়গিরির স্তর ভেদ করে আসা শিলাগুলোর বয়স ৪১৬ কোটি বছর।

তীব্র তাপ ও আগ্নেয়গিরির কার্যকলাপের মাধ্যমে প্রায় ৪৬০ কোটি বছর আগে হেডিয়ান যুগে পৃথিবীর জন্ম হয়। তখন আমাদের গ্রহটি ছিল একরকমের গলিত শিলা। পৃষ্ঠে চরম প্রকৃতির আগ্নেয়গিরির কার্যকলাপ চলছিল। জ্বলন্ত লাভা সমুদ্র ও বায়ুমণ্ডল বিষাক্ত গ্যাস বাষ্পে পূর্ণ ছিল।

সেই প্রতিকূলতার মধ্যেও পৃথিবীর বিকাশ ঘটে। প্রায় ৪০০ কোটি বছর আগে হেডিয়ান যুগের অবসান ঘটলে গ্রহটি ঠান্ডা হতে শুরু করে। আগ্নেয়গিরির বাষ্প ও ধূমকেতুর আঘাতের ফলে একটি কঠিন ভূত্বক ও মহাসাগর তৈরি হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আগ ন য গ র র

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ